বুধবার, ১৪ আগস্ট, ২০১৯, ১১:৫৩:৫২

লালবাগে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট

লালবাগে আগুন নিয়ন্ত্রণে চেষ্টা করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট

ঢাকা : রাজধানীর লালবাগে পোস্তা নামক এলাকায় একটি পলিথিন কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। বুধবার রাতে রাত সাড়ে দশটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রথমে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করলেও এখন আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট কাজ করছে। এই রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম সূত্র জানায়, লালবাগ পোস্তা ওয়াটার অক্সফোর্ড রোড এলাকায় একটি ভবনে আগুন লেগেছে। প্রাথমিকভাবে সেটি একটি পলিথিন কারখানা বলে জানা গেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিট। 

তবে অগ্নিকাণ্ড ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত হওয়া যায়নি। অগ্নিকাণ্ডের সূত্রপাত কীভাবে তা এখনও জানা যায়নি।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে