শনিবার, ২৬ অক্টোবর, ২০১৯, ০৭:২৬:৩৪

বাদশাহী স্টাইল নিয়ে পুলিশে চাকরি করা যাবে না: ডিএমপি কমিশনার

বাদশাহী স্টাইল নিয়ে পুলিশে চাকরি করা যাবে না: ডিএমপি কমিশনার

ঢাকা : পুলিশ বাহিনীর সদস্যদের সাধারণ মানুষদের সঙ্গে আচরণের বিষয়ে সতর্ক করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শফিকুল ইসলাম। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, যেসব পুলিশ সদস্য নিজেদের বাদশা মনে করেন আর জনগণকে প্রজা মনে করেন তারা ডিএমপিতে চাকররি করতে পারবেন না।

শনিবার দুপুরে রাজধানীর রাজারবাগ পুলিশ অডিটোরিয়ামে ‘কমিউনিটি পুলিশিং ডে-২০১৯’ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

শফিকুল ইসলাম বলেন, জনগণের ট্যাক্সের টাকা দিয়ে আমাদের মাথার টুপি থেকে পায়ের জুতা পর্যন্ত সবকিছুই সরকার দিচ্ছে। এমনকি আমার সন্তানের লেখাপড়া ও পেটের রুটিরুজি সবকিছুই তাদের টাকায় হচ্ছে। অথচ, পুলিশের কিছু কর্মকর্তাদের ভেতরে স্টাইলটা এমন থাকে যে, তারা বাদশা, আর জনগণ তাদের প্রজা।

তিনি বলেন, আমি পরিষ্কার বলে দিতে চাই, এই বোধ নিয়ে কেউ ঢাকা মেট্রেপলিটন পুলিশে চাকরি করতে পারবেন না। প্রতিটি মানুষকে তাদের প্রাপ্ত সম্মান ও শ্রদ্ধা দিতে হবে।

ডিএমপি কমিশনার বলেন, এই মহানগরীর প্রতিটি মানুষের যে সম্মান, শ্রদ্ধা, ও সুন্দর আচরণ পাওয়ার কথা সেটি যদি পুলিশের কোনও পর্যায় থেকে আপনারা না পান, তবে আমাদের জানাবেন। আমরা এ সমস্ত লোকদের পুলিশের দায়িত্ব দিয়ে ডিএমপিতে রাখবো না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে