শনিবার, ০৭ ডিসেম্বর, ২০১৯, ০৯:৩৯:২৩

স্টামফোর্ড ছাত্রী রুম্পার মৃ'ত্যুর ঘটনায় কথিত প্রেমিক আ'ট'ক

স্টামফোর্ড ছাত্রী রুম্পার মৃ'ত্যুর ঘটনায় কথিত প্রেমিক আ'ট'ক

ঢাকা : রাজধানীর বেসরকারি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী রুবাইয়াত শারমিন রুম্পার মৃ'ত্যুর ঘটনায় জি'জ্ঞা'সা'বাদের জন্য তার কথিত প্রেমিককে আ'ট'ক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার আ'ট'ককৃ'ত ওই যুবকের নাম আবদুর রহমান সৈকত। তিনি স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএর সাবেক ছাত্র। পাশাপাশি অপর একজনকে জি'জ্ঞা'সা'বাদের জন্য সিআইডি নিয়ে গেছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। তবে এ দুজনের বিষয়টি অফিসিয়ালি কেউ স্বী'কা'র করেননি।

ঢাকা মাহনগর গোয়েন্দা পুলিশের একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় মেয়েটির ছেলে বন্ধু স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের বিবিএর সাবেক ছাত্র আব্দুর রহমান সৈকতকে আ'ট'ক করে জি'জ্ঞা'সাবা'দ করা হচ্ছে। শনিবার মিন্টু রোডের গোয়েন্দা কার্যালয়ে ওই ছাত্রকে ব্যা'প'ক জি'জ্ঞা'সাবা'দ করা হয়। তবে এ বিষয়ে কোনো কিছু বলতে রাজি হয়নি ডিবি পুলিশ।

এদিকে রুবাইয়াত শারমিন রুম্পার মৃ'ত্যুর র'হ'স্য এখনও অজানা। হ'ত্যা না আ'ত্মহ'ত্যা তা উ'দঘা'টনে পিবিআই, ডিবি এবং সিআইডি আলাদাভাবে তদন্ত কাজ চালাচ্ছে। এছাড়া ঘটনাস্থলের আশপাশ থেকে (সিদ্ধেশ্বরী সার্কুলার রোডে ৬৪/৪ নম্বর বাড়ির) সিসি টিভির ফুটেজ উ'দ্ধা'র করেছে রমনা থানা পুলিশ।

সিসি টিভির ফুটেজে (বুধবার) সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে রুম্পাকে ভবনে প্রবেশ করতে দেখা গিয়েছে এবং রাত পৌনে ১১টায় ওই ভবন থেকে পড়ে যেতে দেখা গেছে।

এদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফরেনসিক বিভাগের প্রধান ডা. সোহেল মাহমুদ বলেন, দেখে মেনে হয়েছে রুম্পা ওপর থেকে পড়ে মা'রা গেছে। ওপর থেকে পড়ে মা'রা যাওয়ার আগে তাকে ধ'র্ষ'ণ কার হয়েছে কি না- সেটি নিশ্চিত হতে তার শরীরের থেকে আলামত সংগ্রহ করেছি।’

রমনা বিভাগের পুলিশের সহকারি কমিশনার এসএম শামীম বলেন, ঘটনাস্থলের আশপাশের ভবন থেকে একটি সিসি টিভির ফুটেজ উ'দ্ধা'র করা হয়েছে। সেখানে সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে ভি'কটি'মকে একা চারতলা ভবনে প্রবেশ করতে দেখা গেছে ও রাত পৌনে ১১টায় ভবনের ওপর থেকে পড়ে যেতে দেখা যায়।

পুলিশের ওই কর্মকর্তা আরও জানান, ভবন থেকে রুম্পা পড়েছিল ওই ভবনের তৃতীয় তলায় ছাত্রদের একটি মেস রয়েছে। ঘটনার পরপরই সেখানে মেসটি বন্ধ পাওয়া গেছে। ভিকটিমের ব্যবহৃত মোবাইল ফোন জ'ব্দ করা হয়েছে। তার মোবাইল ফোন থেকে একটি নম্বরে অনেক সময় ধরে কথা বলার প্রমাণ মিলেছে। ওই নম্বরের মালিককে চি'হ্নি'ত করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে