শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২০, ০৯:০১:৫০

মিরপুরে ভ'য়াব'হ আগু'ন

মিরপুরে ভ'য়াব'হ আগু'ন

নিউজ ডেস্ক: রাজধানীর মিরপুরে চলন্তিকা বস্তিতে ভ'য়াব'হ অ'গ্নিকা'ণ্ড ঘটেছে। শুক্রবার (২৪ জানুয়ারি) ভোর ৪টা ১১ মিনিটে আ'গুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট ১৫টি ইউনিট প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় আ'গুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আ'গুন লাগার কারণ ও ক্ষ'য়ক্ষ'তির পরিমাণ জানা যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন ফা'য়ার সার্ভিস সদরদফতরের কর্তব্যরত কর্মকর্তা রাসেল শিকদার।

তিনি জানান, মিরপুর ৬ নম্বর সেকশনের ই-ব্লকের ওই বস্তিতে ভোর ৪টা ১১ মিনিটে আগু'ন লাগে। খবর পেয়ে ফা'য়ার সার্ভিসের মোট ১৫ ইউনিট পাঠানো হয়। আ'গুন নিয়ন্ত্রণে আসে ভোর ৫টা ৪৫ মিনিটে। তিনি আরও জানান, আ'গুন লাগার কারণ ও ক্ষ'য়ক্ষ'তি পরিমাণ নিরূপণ করা হচ্ছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে