শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০, ১১:০৮:০৬

চীনের পর সিঙ্গাপুরসহ ৮ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস!

চীনের পর সিঙ্গাপুরসহ ৮ দেশে ছড়িয়েছে করোনা ভাইরাস!

আন্তর্জাতিক ডেস্ক: এ পর্যন্ত সিঙ্গাপুরে ৩ এবং চীনে এ পর্যন্ত ৮৩০ জনের বেশি আ'ক্রা'ন্ত হয়েছে। মা'রা গেছে ২৬ জন। চীনের ১৪টি শহরকে অন্যান্য স্থান থেকে বিচ্ছিন্ন করে রাখা হয়েছে। এসব শহরের সঙ্গে বাস, ট্রেন ও বিমান চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বেইজিং ও সাংহাইয়ের আ'ক্রা'ন্ত বাসিন্দাদের নিজেদের ঘরে কমপক্ষে ১৪ দিন অবস্থান করতে নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

যদিও বিশ্বস্বাস্থ্য সংস্থার জরুরি মিটিংয়ে করোনা ভাইরাস পরিস্থিতিকে ‘ইন্টারন্যাশনাল ইমার্জেন্সি’ হিসেবে ঘোষণা করেনি। তারা বলছে চীন ছাড়া অন্যান্য দেশে আ'ক্রা'ন্তের সংখ্যা কম বলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়নি। রোগ তত্ত¡ রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানিয়েছেন, দুই বিমানবন্দর ও দুই স্থলবন্দরে নির্দিষ্ট দেশগুলো থেকে আগত যাত্রীদের পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।

এদিকে বিবিসি জানিয়েছে, বিজ্ঞানীরা বলছেন একজন সংক্র'মি'ত রোগী গড়ে ১.৪ থেকে ২.৫ জনকে আ'ক্রা'ন্ত করছে। চীনে যারা মা'রা গেছেন, তাদের মধ্যে সবচেয়ে কম বয়সের ব্যক্তির বয়স ৪৮। আর সবচেয়ে বেশি বয়সী ব্যক্তির বয়স ৮৯ বছর। বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে আগে থেকেই ডায়াবেটিস ও পার্কিনস'ন্স ছিলো।

চীনে করোনা ভাইরাসে সং'ক্রমি'ত হয়েছে ১৪ জন স্বাস্থ্যকর্মীও। এর বাইরেও আরও কিছু উচ্চ সংকম'ণের ঝুঁ'কি রয়েছে এমন রোগীও আছে দেশটিতে। সেখানে একজন মাত্র রোগী ১৪ জন স্বাস্থ্যকর্মীকে সংক্র'মিত করেছে। ওই রোগীটিকে সেখানে অ'স্ত্রো'পচার করা হয়েছিলো। ওই রোগীটিকে ‘সুপার স্প্রেডার’ নামে অভিহিত করা হচ্ছে।

অপরদিকে, জানুয়ারির ১৭ তারিখে চীনে ৪৫ জন সংক্র'মিত হয়। এর এক সপ্তাহ পরই সেখানে আ'ক্রা'ন্ত হয়েছে ২০০ জনের বেশি। চীন ছাড়াও করোনা ভাইরাস সংক্র'মি'ত হয়েছে, জাপান, ভিয়েতনাম, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র, হংকং, ম্যাকাউ, সৌদি আরব ও সর্বশেষ সিঙ্গাপুরে। এ ছাড়া কয়েকজনকে সন্দেহজনক সংক্র'মি'ত বলে ধরে নেয়া হয়েছে ব্রিটেন, কলাম্বিয়া, অস্ট্রেলিয়া ও ম্যাক্সিকোতে। আগের একই গোত্রের করোনা ভাইরাসগুলো মানুষ থেকে মানুষে সং'ক্রমি'ত হতো না। কিন্তু এবার ব্যতিক্রম হয়েছে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে