শুক্রবার, ১৫ মে, ২০২০, ১১:১৪:১৪

করোনায় রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের ডিজিএমের মৃত্যু

করোনায় রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের ডিজিএমের মৃত্যু

ঢাকা : করোনা ভাইরাসে আক্রা'ন্ত হয়ে রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) সহিদুল ইসলাম খানের মৃত্যু হয়েছে। শুক্রবার রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের জনসংযোগ কর্মকর্তা ও প্রিন্সিপাল অফিসার এহতেশামুজ্জামান। 

তিনি জানান, কিছুদিন আগে করোনা পজিটিভ হওয়ার পর থেকে বাসাতেই আইসোলেশনে ছিলেন সহিদুল ইসলাম। পরে অবস্থার অবনতি হলে কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয় তাকে। নিহ'ত সহিদুল ইসলাম রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে কর্মরত ছিলেন। মৃত্যুকা‌লে তার বয়স হ‌য়ে‌ছিল ৪৯ বছর। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের গোপালপুর। তি‌নি ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের মেধাবী ছাত্র ছি‌লেন। মৃ'ত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েকে রেখে গেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে