রবিবার, ২৮ জুন, ২০২০, ০৬:৪৫:১২

নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ছয়তলা ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন স্বরাষ্ট্রমন্ত্রী

রেজাউল করিম রেজা, বিশেষ প্রতিনিধি: ঐতিহাসিক নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের একটি নতুন ৬ তলা বিশিষ্ট ভবন নির্মাণ কাজের শুভ উদ্বোধন করলেন বাংলাদেশ সরকারের মাননীয় সফল স্বরাষ্ট্রমন্ত্রী এবং বীর মুক্তিযো'দ্ধা আসাদুজ্জামান খান কামাল এমপি। চার কক্ষ বিশিষ্ট ছয়তলা ভবনের নির্মাণ কাজের ব্যয় ধরা হয়েছে ৬  কোটি টাকা। কাজটি করবেন মেসার্স  মা ট্রেডিং।

আজ বেলা ১১ টা ৩০ মিনিটে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহযো'দ্ধা মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কাজের শুভ উদ্বোধন ঘোষণা করেন। এই করোনা মহামা'রীর সময়ে তিনি তাঁর বাসভবন থেকে ভার্চুয়াল মিডিয়া ব্যবহার করে ভি'ডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধনের সময় উপস্থিত সকলের সাথে কুশল বিনিময় করেন এবং সবার সুস্বাস্থ্য কামনা করে সুচিন্তিত বক্তব্য রাখেন। 

বাংলাদেশ আওয়ামী লীগের সাহসী,  বিচক্ষণ, ন্যায় পরায়ণ ও পরোপকারী এবং সফল স্বরাষ্ট্রমন্ত্রী  বীর মুক্তিযো'দ্ধা মাননীয়  জনাব আসাদুজ্জামান খান কামাল সাহেব এমপি কে এই স্কুলের সভাপতি হিসেবে পেয়ে স্কুলের ও এলাকাবাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয় । 

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন নাখালপাড়া হোসেন আলী স্কুলের দাতা সদস্য নাখাল পাড়া যুব কল্যাণ সংঘের প্রতিষ্ঠাতা এবং এলাকার সুখ-দুঃখের একমাত্র সাথী, শিক্ষানুরাগী এবং শুভাকাঙ্ক্ষী  জনাব ছাদিকুর রহমান হিরু সাহেব। তিনি প্রথমে তার বক্তব্যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী কে ধন্যবাদ জানান এলাকাবাসী এবং স্কুলের পক্ষ থেকে- করোনার এই মহামা'রী দুঃসময়েও স্বরাষ্ট্রমন্ত্রী তার ব্যস্ততম সময় থেকে কিছুটা সময় এই স্কুলকে দেওয়ার জন্য এবং স্কুলের উন্নয়নের সার্বিক সহযোগিতা করার জন্য।

তাঁর সময় কালেই পূর্বে আরও দুটি ভবন নির্মাণ হয়েছে এবং বর্তমানে আরো একটি ছয়তলা ভবন নির্মাণের কাজ উদ্বোধন করলেন  প্রধানমন্ত্রীর সহযোদ্ধা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি। উনি এই স্কুলের একজন সার্বিক উন্নয়নের কাণ্ডারি এবং দক্ষ অভিভাবক হিসেবে রয়েছেন এবং তার উন্নয়নের ধারাবাহিকতার আলোকে সু-পরিসর  স্কুলের জন্য স্কুলের উত্তর দিকের জমি অধিগ্রহণের সার্বিক  সহযোগিতা ও দ্রুত সম্পন্ন করার কথা ব্যক্ত  করেছেন। ঢাকা শহরের মধ্যে একটি আধুনিক এবং যুগোপযোগী ডিজিটাল স্কুল হিসেবে নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়কে  প্রতিষ্ঠিত  করার জন্য আসাদুজ্জামান খান কামাল সাহেব এমপি সকলের  সহযোগিতা কামনা করেছেন। এই সময়ে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মেসার্স  মা ট্রেডিং এর সি ই ও মো: আবু দায়েন নীর দ্রুত সময়ের মধ্যে ভবনটির নির্মাণ কাজ শেষ করে দেয়ার প্রতিশ্রুতি দেন।

এসময় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পক্ষ থেকে অন্যতম সদস্য জনাব মোহাম্মদ মোস্তফা জামান মুন্সি ভবনের নিচ তলায় যে অডিটরিয়াম হবে  তার নাম মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাহেবের নামে রাখার প্রস্তাব করেন।

প্রায় এক ঘণ্টার এই ভি'ডিও কনফারেন্সে আরো উপস্থিত ছিলেন ২৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জু, ২৫ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শেখ আব্দুল কাদের আলী, ২৫ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুস্তম আলী, তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার কাজী রেজা সহ আওয়ামীলীগের গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

এছাড়া উপস্থিত ছিলেন নাখালপাড়া হোসেন আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য মোস্তফা জামান মুন্সি, হাবিব হোসেন হাবিল,  সেলিম ইকবাল, রেজাউল করিম রেজা ও হুমায়রা আফরিন রুমি, স্কুলের  শিক্ষকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন স্কুলের প্রধান শিক্ষক জনাব মোঃ আব্দুল জব্বার হাওলাদার সাহেব। সরকারি নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি সফলভাবে পরিচালিত হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে