সোমবার, ২৯ জুন, ২০২০, ০৪:২৪:১৬

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : একে একে উ'দ্ধার হলো ৩৬ জনের লা'শ

বুড়িগঙ্গায় লঞ্চডুবি : একে একে উ'দ্ধার হলো ৩৬ জনের লা'শ

ঢাকা : রাজধানীর বুড়িগঙ্গায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘ'টনায় এখন পর্যন্ত ৩৬ জনের লা'শ উ'দ্ধারের খবর পাওয়া গেছে। নিখোঁ'জ অন্যদের উদ্ধা'রে এখনও অ'ভিযা'ন অব্যাহ'ত রেখেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড। সোমবার সকালে সদরঘাটের শ্যামবাজার প‌য়ে‌ন্টে ময়ূর-২ নামের লঞ্চের সঙ্গে ধা'ক্কা লেগে ডুবে যায় মর্নিং বার্ড লঞ্চ।

খবর পেয়ে ঘ'টনাস্থলে ছুটে যায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও কোস্ট গার্ড। তাদের সঙ্গে উ'দ্ধারকাজে যোগ দিয়েছেন স্থানীয়রাও। এ রিপোর্ট লেখার সময় বিকাল ৩টা পর্যন্ত ৩৬ জনের লা'শ উ'দ্ধা'র করা হয়েছে। নিহ'তদের মধ্যে ৫ জন নারী ও ২ জন শিশু রয়েছে।

উ'দ্ধা'র অভি'যান এখনও চলছে। অভিযান শেষে হলে বিস্তারিত জানাবে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদ হোসাইন ঘ'টনাস্থলে উ'দ্ধার তৎপরতা শেষে প্রা'ণহা'নির সঠিক সংখ্যা জানানো হবে।

ময়ূর-২ নামের একটি লঞ্চের ধা'ক্কায় কমপক্ষে ৫০ যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডু'বে যায়। স্থানীয়রা আরও জানান, মুন্সিগঞ্জ থেকে ছেড়ে আসা দুইতলা মর্নিং বার্ড লঞ্চটি সদরঘাট কাঠপট্টি ঘাটে ভেড়ানোর আগ মুহূর্তে চাঁদপুরগামী ময়ূর-২ লঞ্চটি ধা'ক্কা দেয়। এতে সঙ্গে সঙ্গে তুলনামূলক ছোট মর্নিং বার্ড লঞ্চটি ডুবে যায়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে