মঙ্গলবার, ৩০ জুন, ২০২০, ১২:৩৬:৪৫

পরি'চয় মি'লেছে লঞ্চডু'বির ১২ ঘণ্টা পর জী'বিত সেই ব্যক্তির

পরি'চয় মি'লেছে লঞ্চডু'বির ১২ ঘণ্টা পর জী'বিত সেই ব্যক্তির

ঢাকা : রাজধানীর শ্যামবাজার এলাকা সং'ল'গ্ন বুড়িগ'ঙ্গা নদীতে লঞ্চডু'বির ১২ ঘণ্টার পর এক ব্যক্তিকে জী'বি'ত উ'দ্ধা'র করা হয়েছে। আজ সকাল ১০টায় এ লঞ্চডু'বির ঘ'টনা ঘ'টে। রাত ১০টার দিকে লঞ্চটি উ'দ্ধা'রের সময় এই লোককে ভে'সে উ'ঠতে দে'খে ফা'য়ার সা'র্ভিসের ডু'বু'রি দ'ল।

এরপর দ্রু'ত তাকে উ'দ্ধা'র করে পাশের একটি নৌকায় তো'লা হয়। এবং লা'ইফ জ্যা'কে'ট প'রিয়ে তার দেহের তা'পমা'ত্রা স্বা'ভাবিক করার চে'ষ্টা করা হয়। তার ঠোঁ'ঠের কো'নে হাল'কা র'ক্তের আ'ভা দেখা গেছে। উ'দ্ধা'র ব্যক্তির নাম সুমন ব্যাপারী। বাড়ি মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ীর আব্দুল্লাহপুর। তাকে মিডফোর্ড হাসপাতালে পা'ঠানো হয়েছে।

প্রত্য'ক্ষদ'র্শী'রা জানান, রাত ১০টার দিকে ল'ঞ্চটি উ'দ্ধা'রের সময় এই লোককে ভে'সে উ'ঠে। লঞ্চের এককো'না ভে'সে উ'ঠ'লেই তিনি সেখান থেকে বে'রি'য়ে আসেন। কিন্তু লঞ্চের টিউ'বটি ফে'টে যাওয়ায় লঞ্চটি আবার ত'লি'য়ে গে'ছে। তাৎক্ষ'ণি'কভাবে তাকে উ'দ্ধা'র করে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। ডু'বুরি'রা তাৎক্ষ'ণিক'ভাবে তাকে লা'ইফ জ্যা'কে'টে ঢে'কে এবং শরীর মে'সে'জ করে তার শরীর গ'র'ম করার চে'ষ্টা করেন। এরপর ওই ব্যক্তি চোখ মে'লে তা'কান।

কো'স্টগা'র্ড ও নেভির কর্মকর্তারা জানান, তারা যখন উ'দ্ধা'র হওয়া ব্যক্তিটিকে বিভি'ন্ন প্রশ্ন জি'জ্ঞে'স করছিলেন তিনি চোখের ইশা'রায় কথার জ'বাব দেয়ার চে'ষ্টা করছিলেন। তবে দী'র্ঘ সময় পানির নিচে আ'ট'কে থাকায় তার শরীরের তা'পমা'ত্রা নে'মে গিয়েছিল। পানির নিচে ত'লি'য়ে গেলেও এ ব্যক্তি কীভাবে বেঁ'চে গে'লেন তা নিয়ে জ'ল্প'না-ক'ল্প'না চ'লছে।

ধা'রণা করা হচ্ছে, তিনি যেখানে আ'টকা পড়েছিলেন সেখানে হয়তো সেভাবে পানি প্রবে'শ করেনি। আজ যখন টিউবের মাধ্যমে বিশে'ষ প্র'ক্রি'য়ায় লঞ্চটি তো'লার চে'ষ্টা করা হচ্ছিল তখন লঞ্চটি সামা'ন্য ভে'সে ওঠার পর ওই ব্যক্তি নিজের প্র'চে'ষ্টায় বে'রিয়ে আসেন এবং উ'দ্ধা'র ক'র্মীরা তাকে দেখতে পেয়ে উ'দ্ধা'র করে নৌকায় তু'লেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে