বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২০, ০৯:২৮:৪০

করোনায় ছাত্রলীগের উদ্যোগে রাজধানীতে বিনা খরচে অক্সিজেন সেবা

করোনায় ছাত্রলীগের উদ্যোগে রাজধানীতে বিনা খরচে অক্সিজেন সেবা

ঢাকা : করোনায় সং'ক'টে মানুষের পাশে দাঁড়াচ্ছে মানুষ। কেউ খাবার নিয়ে আবার কেউ অর্থ সহায়তা দিয়ে মানুষকে সহযোগিতা করছে। তবে করোনার আ'ক্রা'ন্ত রোগীর চিকিৎসা সুবিধার্তে ব্য'তিক্র'মী এক সহায়তা নিয়ে এগিয়ে এসেছে ছাত্রলীগের তিনজন নেতা। সং'ক'টাপন্ন বা মু'মূ'র্ষ রোগীর জন্য চালু করেছে 'জয় বাংলা অক্সিজেন সেবা'। 

ফোন করলে অক্সিজেনের সিলিন্ডার পৌঁছে দিচ্ছেন তারা। এই সুবিধা নিতে রোগীর কোনো খরচ নেই। কেবল ফোন করে জানালে অল্প সময়ে রোগী বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দিচ্ছে। উদ্যোক্তারা জানান, অক্সিজেনের চাহিদার বেশির ভাগ দরিদ্র মানুষ। অনেকের অক্সিজেন কিংবা অক্সিজেন সিলিন্ডার কেনার সামর্থ্য নেই। ফোন পেলেও বাসায় পৌঁছে দেওয়া হচ্ছে।

এই উদ্যো'ক্তা হলেন- ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সাংগঠনিক সম্পাদক ও ডাকসুর সদ্য সাবেক স্বাধীনতা সং'গ্রা'ম ও মুক্তিযু'দ্ধ বিষয়ক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী, উপ-বিজ্ঞান বিষয়ক সম্পাদক সবুর খান কলিন্স ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ডাকসুর সদস্য রফিকুল ইসলাম সবুজ।

তারা জানান, করোনার সং'ক্র'মণ বাড়তে থাকায় হাসপাতালে রোগীর চাপ বেশি। মুমূর্ষ রোগীর অক্সিজেনের প্রয়োজন হলেও পাচ্ছে না আবার অনেকের আর্থিক অবস্থা ভালো না হওয়ায় অক্সিজেন সুবিধা নিতে পারছে না। হাসপাতালে সুবিধা না পেয়ে বাড়তি দামের কারণে অনেকে অক্সিজেন সিলিন্ডার কিনতে পারছে না। 

এতে অনা'কা'ঙ্খিতভাবে অনেক মানুষের মৃত্যু ঘ'টছে। অস'হায় ও সং'ক'টে পড়া মানুষের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। রাজধানীর যেকোনো এলাকা থেকে ০১৬২৩০০০১০০, ০১৬৭৭১২৫৭৫৮, ০১৭২৫৩৪৩০৩৮ নম্বরে ফোন করলে তাৎক্ষ'ণিকভাবে রোগীর বাসায় অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেওয়া হচ্ছে।

তাঁরা জানান, ব্যক্তিগত উদ্যোগ, বন্ধু-বান্ধব ও ও শুভাকাঙ্খীদের আর্থিক সহায়তায় প্রাথমিকভাবে ১২টি অক্সিজেন সিলিণ্ডার দিয়ে যাত্রা হয়। নতুন করে এক ব্যবসায়ী আরও ১০ সিলিন্ডার উপহার দিয়েছে। এখন সবমিলিয়ে ২২টি অক্সিজেন সিলিণ্ডারের মাধ্যম্যে সেবা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত ১৬টি সিলিন্ডার রাজধানীর বিভিন্ন জায়গা রোগীদের বাসায় পৌঁছে দেওয়া হয়েছে। 

সেবামূলক এই কাজে কোনো ফি কিংবা জামানত নেই। চিকিৎসকের ব্যবস্থাপত্র ও জাতীয় পরিচয়পত্র দেখাতে হবে। পাশাপাশি সেবা গ্রহণের ২৪ ঘণ্টার মধ্যে সিলিন্ডার ফেরত দিতে হবে। প্রথমবার অক্সিজেন সেবায় সিলিন্ডার ও অক্সিজেন বিনামূল্যেই দেওয়া হচ্ছে। দ্বিতীয়বার কোনো রোগীর অক্সিজেন প্রয়োজন হলে নিজেদেরকে অক্সিজেন রিফিল করতে হবে। অক্সিজেনের প্রয়োজন শেষ হলে সিলিন্ডার ফেরত দিতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে