রবিবার, ০৯ আগস্ট, ২০২০, ০৮:২৫:২৮

হাসপাতালে 'অভিযান' চালানোর নিয়ে আপত্তি তুললেন স্বাস্থ্যমন্ত্রী

হাসপাতালে 'অভিযান' চালানোর নিয়ে আপত্তি তুললেন স্বাস্থ্যমন্ত্রী

ঢাকা : বেসরকারি হাসপাতালগুলোতে আইনশৃ'ঙ্খলা বা'হিনীর এককভাবে অ'ভিযা'ন চালানোর বিপক্ষে অবস্থান জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। করোনা ভাইরাস মহামা'রীর মধ্যে অনিয়ম পেয়ে গিয়ে কয়েকটি হাসপাতাল আইনশৃ'ঙ্খলা বা'হিনী বন্ধ করে দেওয়ার প্রেক্ষাপটে তিনি এই অবস্থান জানান।

হাসপাতালগুলো আইন ভা'ঙলে আইন অনুযায়ীই ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি এই তৎ'পরতাকে অ'ভি'যান বলা নিয়েও আপত্তি তুলেছেন। রোববার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নে জাহিদ মালেক বলেন, ''এটা অভি'যান কেন? হাসপাতালে কি অভি'যান করে? হাসপাতালে ইনকো'য়ারি করে। অভি'যান তো করে চিটাগং হিল ট্রাক্টসে, সেখানে সন্ত্রা'সী থাকে, সেখানে অভি'যান করে।''

র‌্যাব-পুলিশের অভি'যানের পর সরকারি-বেসরকারি হাসপাতালে অভি'যান চালানো থেকে বিরত থাকতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে গত ৪ আগস্ট চিঠি দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়। মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রীকে পেয়ে সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে কি বেসরকারি হাসপাতালে অনি'য়ম ব'ন্ধে অভি'যান ব'ন্ধ হয়ে গেল? ওই প্রশ্নের জবাব দিতে গিয়ে অভি'যান শব্দটি নিয়ে আপত্তি তুললেও অনি'য়মের বি'রু'দ্ধে আইনি ব্যবস্থা চলবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

জাহিদ মালেক বলেন, ''স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা স'মঝো'তা হয়েছে যে এই ধ'রনের ব্যবস্থা নিতে গেলে তা যৌথভাবে করা হবে। এককভাবে ওনারা কোনো জায়গায় যাবে না, ওনারা আমাদের সাথে আলোচনা করে, আমরাও দরকার হলে ওনাদেরকে নিয়ে যাবো। কাজেই অভি'যান ব'ন্ধ হয়ে গেছে, এ কথাটা ঠিক নয়।''

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে