সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২০, ০৭:১৯:০০

ল্যাবএইড হাসপাতাল থেকে লা'ফিয়ে বিদেশি নাগরিকের আ'ত্মহ'ত্যা

ল্যাবএইড হাসপাতাল থেকে লা'ফিয়ে বিদেশি নাগরিকের আ'ত্মহ'ত্যা

ঢাকা : রাজধানীর ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালের জানালা দিয়ে লা'ফিয়ে আ'ত্মহ'ত্যা করেছেন করোনায় আ'ক্রা'ন্ত এক বিদেশি নাগরিক। তিনি পাবনার রূপপুর পা'রমা'ণবিক বিদ্যুৎকে'ন্দ্রের কর্মী বলে জানা গেছে। তার নাম মিখাইল স্টেল মার্ক। তিনি বেলারুশের নাগরিক। 

সোমবার দুপুরে ধানমন্ডি থানার ওসি ইকরাম আলী আ'ত্মহ'ত্যার বিষয়টি নি'শ্চি'ত করেছেন। ওসি বলেন, ''নি'হ'তের বিষয়ে সংশ্লি'ষ্ট দেশের দূতাবাসকে অ'বহি'ত করা হয়েছে। তাদের নি'র্দে'শ পেলেই পরবর্তী ব্যব'স্থা নেয়া হবে। লা'শ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ম'র্গে রাখা হয়েছে।''

পুলিশ জানায়, বিদেশি এই নাগরিক করোনায় আ'ক্রা'ন্ত হয়ে গত ২৮ আগস্ট ধানমন্ডি ল্যাবএইড হাসপাতালে ভর্তি হন। কয়েকবার তার করোনা টে'স্ট করা হয়েছে। প্রতিবার করোনা পরীক্ষায় আলাদা আলাদা ফ'লাফ'ল আসায় তিনি মা'ন'সি'কভাবে ভে'ঙ্গে পড়েন। আজ ভোরে ওই হাসপাতালের ছয় তলার একটি টয়লেটের জানালা দিয়ে লা'ফিয়ে আ'ত্মহ'ত্যার চে'ষ্টা করেন। পরে ল্যাবএইড হাসপাতালে চি'কিৎসা'ধীন অব'স্থায় তার মৃ'ত্যু হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে