বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর, ২০২২, ১১:৩৫:৩৪

'যত সময়ই লাগুক না কেন মেট্রোরেলে চড়বোই'

'যত সময়ই লাগুক না কেন মেট্রোরেলে চড়বোই'

এমটিনিউজ২৪ ডেস্ক : দেড় মাস বয়সী কন্যা সন্তানকে নিয়ে রাজধানীর মিরপুর থেকে মেট্রোরেলে ভ্রমণের জন্য আগারগাঁও এসেছেন মা শাহনাজ পারভীন। প্রফুল্লচিত্তে তিনি বলেন, আধা ঘণ্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছি, মেট্রোরেলে মেয়েকে নিয়ে ওঠার স্মৃতি ধরে রাখতেই আসা।  

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকাল ১০টার পরও দেখা যায়, আগারগাঁও মেট্রোরেল স্টেশন থেকে পাসপোর্ট অফিস পর্যন্ত যাত্রীদের দীর্ঘলাইন। সে সময় শাহনাজের অবস্থান পাসপোর্ট অফিসের সামনে।

তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী মেট্রোরেল উদ্বোধন করেছেন। বাচ্চাকে নিয়ে প্রথম মেট্রোরেল ভ্রমণ করবো সেই ভাবনা থেকেই আজকে খুব ভোরে আসা। 

শাহনাজের মতো সপরিবারে মেট্রোরেলে চড়তে এসেছেন আব্দুল্লাহ আল মামুন। তিনি থাকেন সাভারে। তিনি বলেন, খুব ভোরে ঢাকায় আসি। এসে দেখি দীর্ঘলাইন। তবে লাইন বেশি বড় হলেও যত সময়ই লাগুক না কেন মেট্রোরেলে চড়বোই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে