সোমবার, ২১ মে, ২০১৮, ০৫:৫৯:৩৮

১শ টাকা দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১২ টাকায়

১শ টাকা দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১২ টাকায়

দিনাজপুর থেকে : হিলি স্থলবন্দরে ১শ টাকা কেজি দরের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা কেজি দরে। ব্যবসায়ীরা বলছেন, গত কয়েক দিন আগে প্রতি কেজি পেঁয়াজ ২০ থেকে ২৪ টাকায় বিক্রি হলেও এখন কেজি প্রতি ৮ থেকে ১০ টাকা কমে বর্তমানে বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকা কেজি দরে।

রমজান উপলক্ষে বন্দর দিয়ে ব্যবসায়ীরা ভারত থেকে প্রতিদিন বিপুল পরিমান পেঁয়াজ আমদানি করছেন। আমদানি বেড়ে যাওয়াই পেঁয়াজের সরবরাহ বেড়েছে, একারণেই পেঁয়াজের দাম কমেছে বলে জানিয়েছেন বন্দরের ব্যবসায়ীরা। তারা বলছেন, পর্যাপ্ত সরবরাহ থাকায় চলতি রমজান মাসে পেঁয়াজের দাম স্থিতিশীল থাকবে।

এদিকে দেশের খোলা বাজারে পেঁয়াজসহ নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে নিয়োমিত বাজার মনিটরিং এর দাবি জানিয়েছেন বন্দরের পেঁয়াজ আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর ঘুরে দেখা গেছে, বন্দরের জিরো পয়েন্ট গেটদিয়ে সারি-সারি পেঁয়াজ বোঝাই ট্রাক ভারত থেকে দেশে প্রবেশ করছে। বন্দর সংশ্লিষ্টরা জানায়, রমজান মাস উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজ, রসুন, আদা, শুকনা মরিচ, জিরা সহ বিভিন্ন নিত্য পন্যের আমদানি পরিমান বেড়েছে। দেশে চাহিদা থাকায় প্রতিদিনই বাড়ছে ভারত থেকে পেঁয়াজের আমদানির পরিমান।

গত এক সপ্তাহ আগে এই বন্দর দিয়ে প্রতিদিন ২৫ থেকে ৩০ ট্রাক পেঁয়াজ ভারত থেকে আমদানি হলেও এখন প্রতিদিন আমদানি হচ্ছে ৬০ থেকে ৭০ ট্রাক পেঁয়াজ। এসব পেঁয়াজ আমদানি হচ্ছে ভারতের নাসিক, নাগপুর, পাটনা, ইন্দোর, উত্তর প্রদেশসহ বিভিন্ন প্রদেশে থেকে।

এদিকে বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজের আমাদানি বাড়ার প্রভাব পড়েছে হিলি স্থলবন্দরের পাইকারী বাজারে। গত তিন দিনের ব্যবধানে হিলি স্থলবন্দরে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৮ থেকে ১০ টাকা। ২০ থেকে ২২ টাকা দামের পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায়।

বন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, গত সপ্তাহে হিলি স্থলবন্দর দিয়ে সাড়ে ৬ হাজর মেট্রিন টন পেঁয়াজ আমদানী হলেও চলতি সপ্তাহে এই বন্দর দিয়ে ১০ হাজার মেট্রিক টন পেঁয়াজ ভারত থেকে আমদানি হয়েছে।

হিলি কাষ্টমসের ডিপুটি কমিশনার ফোকরুল আহম্মেদ জানান, আমদানি করা পেঁয়াজ যাতে সহজে এবং দ্রুত খালাস করা যায় সে ব্যপারে কাষ্টমস কর্মকর্তা কর্মচারিরা কাজ করে যাচ্ছে। আর এসব পেঁয়াজ আমদানি হচ্ছে সম্পুর্ণ শুল্ক মূক্ত ভাবে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানি কারক নাজমুল হোসেন চৌধুরী জানান, রমজানের চাহিদা মাথায় রেখে পেঁয়াজের অধিক পরিমান এলসি খোলা আছে। এছড়াও সীমান্তের ওপারে ভারত অংশে পেঁয়াজ বোঝাই প্রায় ৩ শতাধিক ট্রাক বন্দরের প্রবেশের অপেক্ষায় পাইপ লাইনে আছে। তাই রমজানে চাহিদা বাড়লেও পেঁয়াজের সংকটের আশঙ্খা নেই বলে মনে করেন তিনি।
এমটিনিউজ২৪.কম/এম/আই

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে