রবিবার, ২৮ এপ্রিল, ২০১৯, ১২:৪৯:৩৫

‘স্বাভাবিক সন্তান প্রসবকে হ্যাঁ, সিজারকে না বলুন’

 ‘স্বাভাবিক সন্তান প্রসবকে হ্যাঁ, সিজারকে না বলুন’

দিনাজপুর : ‘স্বাভাবিক সন্তান প্রসবকে হ্যাঁ, সিজারকে না বলুন’ এই স্লোগান নিয়ে প্রসূতি মায়েদের স্বাভাবিক সন্তান প্রসবে উদ্বুদ্ধ করারসহ দৃষ্টান্ত স্থাপন করেছে দিনাজপুরের খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। আরে এ কাজটি টিম ওয়ার্কের মাধ্যমে পরিচালনা করছেন খানসামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কয়েকজন চিকিৎসক, নার্স ও মিডওয়াইফরা।

এরই ধারাবাহিকতায় গত শুক্রবার (২৬ এপ্রিল) এ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৬ জন মা স্বাভাবিক সন্তান প্রসব করেছেন। এই স্বাস্থ্য কমপ্লেক্সে এ বছরের শুধু এপ্রিল মাসের ২৬ তারিখ পর্যন্ত ৩৭টি নরমাল ডেলিভারি করানো হয়েছে। চলতি বছরের জানুয়ারি মাস থেকে মার্চ মাস পর্যন্ত ১৬৮টি স্বাভাবিক প্রসব হয়েছে। আর ২০১৮ সালের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত ৭০৭টি স্বাভাবিক প্রসব করানো হয়েছে। যে টিম এ লক্ষ্যে কাজ করছে তাদের আন্তরিকতা দেখে প্রসুতিরা দিন দিন নরমাল ডেলিভারির ব্যাপারে উৎসাহিত হচ্ছেন।

খানসামা উপ‌জেলা নির্বাহী কর্মকর্তা আহ‌মেদ মাহবুব উল ইসলাম ব‌লেন, ‘স্বাভা‌বিক প্রস‌বের জন্য খানসামা উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স যা করছে তা নিঃস‌ন্দে‌হে এক‌টি ভালো কাজ। উপ‌জেলা প্রশাসনও তা‌দের সব ধর‌নের সহ‌যো‌গিতা ক‌রে আস‌ছে। ই‌তিম‌ধ্যে হাসপাকাল‌টি‌তে নারী‌দের জন্য ব্রেস্ট ফ্রি‌ডিং কর্নার, স্বাস্থ্য সেবাসহ যাবতীয় বিষ‌য়ে আলাদা আলাদা ডেক্স করার প‌রিকল্পনা করা হ‌য়ে‌ছে। খুব শিগগিরই এসব কার্যক্রম শুরু হ‌বে। তাছাড়া হাসপাতা‌লের স্বাভা‌বিক প্রসব ও প্রসু‌তি মা‌য়ে‌দের হাসপাতালমুখী করার কার্যক্রমগু‌লো জেলা সমন্বয় সভায় উত্থাপন করা হ‌য়ে‌ছে। যা‌তে ক‌রে সবাই এমন কা‌জে উৎসা‌হিত হয়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে