বুধবার, ০৬ মে, ২০২০, ০৫:৩৩:১১

যতদিন করোনা থাকবে, ততদিন ত্রান দেয়া অব্যাহত থাকবে : এমপি গোপাল

যতদিন করোনা থাকবে, ততদিন ত্রান দেয়া অব্যাহত থাকবে : এমপি গোপাল

দিনাজপুর থেকে : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, করোনা ভাইরাসের প্রাদু'র্ভাব থেকে মুক্তি পেতে আমাদের সবাইকে ঘরে থেকে এই দূর্যো'গ মো'কাবেলা করতে হবে। এতে জনসাধারণ কর্মহী'ন হয়ে পড়লেও তাদের খাবারের দায়িত্ব নিয়েছেন আমাদের প্রধানমন্ত্রী মানবতার মা জননেত্রী শেখ হাসিনা। মানবতার মা শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন-সকল পর্যায়ের নেতা-কর্মীরা যেন কর্মহীন মানুষকে সহযোগিতা করে।  
 
রোববার জেলা আওয়ামী লীগের ত্রান পরিচালনা কমিটির উদ্যোগে কাহারোল উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে উপজেলার ২শ কর্মহীন মানুষের মাঝে চাল, ডাল, তেল, চিনি, লবণ, সাবানসহ খাদ্য সামগ্রী বিতরণকালে এমপি গোপাল বলেন, আমরা শুধু ঘরে বসে না থেকে মানুষের জন্য কাজ করার চেষ্টা করছি। আর করোনা যতদিন থাকবে, ততদিন ত্রান দেয়া অব্যাহত থাকবে।

৪ মে ২০২০ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় কাহারোল উপজেলার ডাবোর ইউনিয়নে তিনশত কর্মহী'ন পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজেন্দ্র দেব নাথ, ডাবোর ইউনিয়নের চেয়ারম্যান সত্যেজিৎ রায়সহ অন্যান্য নেতৃবৃন্দ। 

এসময় এমপি গোপাল বলেন, করোনা ভাইরাস থেকে নিজেকে সুস্থ রাখতে হলে বাড়ীতে থাকুন। অপ্রয়োজনে বাড়ীর বাহিরে যাবেন না। আক্রা'ন্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। করোনার বি'স্তার ঠে'কাতে সরকারের দেয়া পরামর্শ মেনে চলুন। নিজে সচেতন হোন, অন্যকেও সচেতন হতে বলুন। দৈনন্দিন আচরণ ও চলাফেরাতে পরিবর্তন আনুন। জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যাওয়া কারোই উচিত হবে না। মনে রাখতে হবে আমরা যে কেউ যেকোনো সময় এই রোগে আক্রা'ন্ত হতে পারি। কারণ আমরা সবাই এখন এই রোগের ঝুঁ'কিতে রয়েছি।

এর আগে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল হতে ৩৬টি কওমী মাদ্রাসার এতিম ও দুস্থ শিক্ষার্থীদের জন্য মোট ৩ লাখ ৯০ হাজার টাকার চেক প্রদান করেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে