সোমবার, ০৮ ফেব্রুয়ারী, ২০২১, ০৯:৩৮:১৩

সকল ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে : এমপি গোপাল

সকল ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে : এমপি গোপাল

ফজিবর রহমান বাবু : দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করা হয়েছে। রোববার বাংলাদেশের ২৩ টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্প (জিওবি-আইডিবি) এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে বীরগঞ্জ পৌরসভায় পানি সরবরাহের পাইপ লাইন স্থাপন কাজের উদ্বোধন করেন দিনাজপুর -১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল। 

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমপি গোপাল বলেন, জননেত্রী শেখ হাসিনা সব সময় মানুষের সার্বিক কল্যাণ ও জীবন যাত্রার মান উন্নত করবার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করেন। করোনার দুর্যোগকালীন মুহূর্তে তিনি বীরগঞ্জবাসীর উন্নয়নে ১৭ কোটি টাকার সেনিটেশন পানি সরবরাহ নিশ্চিত করেছেন। আজকে এত উন্নয়নের পরেও একটি মহল জাতীয় এবং আন্তর্জাতিকভাবে সরকারকে হেয় প্রতিপন্ন করবার জঘন্য অপচেষ্টায় লিপ্ত হয়েছে। তাই সকল ষড়যন্ত্র রুখতে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মানুষকে আবারও দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে। 

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌরসভার মেয়র মোঃ মোশাররফ হোসেন বাবুল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ২৩টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন প্রকল্পের প্রকল্প পরিচালক প্রকৌশলী মো. ওয়াজেদ আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম, জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. মুরাদ হোসেন, নির্বাহী প্রকৌশলী ও উপ-প্রকল্প পরিচালক মো. রোমান কবির। 

অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির। এসময় বীর মুক্তিযোদ্ধা মো. কবিরুল ইসলাম, বীরগঞ্জ থানার ওসি তদন্ত মো. মোস্তাফিজার রহমান, জেলা পষিদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে