সোমবার, ০১ মার্চ, ২০২১, ১২:১৮:৩৯

'করোনায় যখন বিশ্ব বিপর্যস্ত, তখন প্রতিটি ক্ষেত্রে রেকর্ড গড়ছে বাংলাদেশ'

'করোনায় যখন বিশ্ব বিপর্যস্ত, তখন প্রতিটি ক্ষেত্রে রেকর্ড গড়ছে বাংলাদেশ'

ফজিবর রহমান বাবু : দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, আমাদের দেশে করোনার যে সফলতা এসেছে এটা একমাত্র সম্ভব হয়েছে আমাদের জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার একনিষ্ঠ ভূমিকার কারণে। করোনা মহামারিতে বিশ্ব যখন বিপর্যস্ত তখন প্রতিটি ক্ষেত্রে রেকর্ড গড়ছে বাংলাদেশ।  

তিনি বলেন, বাংলাদেশে এখন শুধু ভ্যাকসিন ইস্যু নয়, যখন দেশে করোনার প্রথম দেখা দেয় তখন থেকেই তিনি করোনা মোকাবেলায় সকল কার্যক্রম হাতে নেন। টিকার মূল্য নিয়ে আলোচনা-সমালোচনা, টিকার পার্শ্বপ্রতিক্রিয়া নিয়ে অপপ্রচার- এসব পরিস্থিতি সামলে নির্ধারিত সময়ে টিকাদান কার্যক্রম শুরু করা ছিল সরকারের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। এসব পেরিয়ে টিকা প্রদান করার সক্ষমতা অর্জন নিঃসন্দেহে বিরাট অর্জন। বিনামূল্যে আজ সবাই এই টিকা পাচ্ছেন। 

২৭ ফেব্রুয়ারি ২০২১ শনিবার শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১০ লাখ টাকা ব্যয়ে বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নে কবিরাজহাট চৌমুহনী নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের সম্প্রসারিত নবনির্মিত সেমিপাকা ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভোগনগর ইউনিয়নের আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. মমতাজুল করিম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীরগঞ্জ থানার ওসি আব্দুল মতিন প্রধান, জেলা পরিষদের সদস্য মো. আতাউর রহমান বাবু, বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা শাখার সভাপতি মো. কামাল হোসেন, দিনাজপুর শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. গুলজার হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা আক্তার বৃষ্টি, ভোগনগর ইউনিয়নের চেয়ারম্যান মো. বদিউজ্জামান পান্না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে