শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ১১:১৮:০৯

কেমন দেশ সিঙ্গাপুর?

কেমন দেশ সিঙ্গাপুর?

এক্সক্লুসিভ ডেস্ক: দক্ষিণ-পূর্ব এশিয়ার একটি দেশ সিঙ্গাপুর। ছোট্ট এই দ্বীপরাষ্ট্রের আয়তন ৭১৯.৯ বর্গকিলোমিটার। জনসংখ্যা প্রায় ৫৮ লাখ। ১৯৬৩ থেকে ১৯৬৫ সাল পর্যন্ত সিঙ্গাপুর মালয়েশিয়ার প্রদেশ ছিল। এর আগে দীর্ঘ সময় ব্রিটিশ ও জাপানের শাসনাধীন ছিল। ব্রিটিশ শাসনামলে সিঙ্গাপুর ও এর আশপাশের অঞ্চলে চীনা ও ভারতীয় বংশোদ্ভূতরা এসে বসবাস শুরু করে। বর্তমানে সিঙ্গাপুরে ৭৪.৩ শতাংশ চীনা, ১৩.৪ শতাংশ মালয়, ৯.১ শতাংশ ভারতীয়। দাপ্তরিক ভাষা—ইংরেজি, মালয়, মান্দারিয়ান, তামিল।

আয়তনে ছোট হলেও দেশটির অর্থনীতির ভিত বেশ মজবুত।

সরকারের আয়ের বড় একটি অংশ আসে পর্যটন ও চিকিৎসা খাত থেকে।

দেশটিতে দর্শনীয় স্থানগুলোর মধ্যে আছে—মারলায়ন পার্ক, মেরিনা বে, সন্তুসা, ইউনিভার্সেল স্টুডিও, নাইট সাফারি, বোটানিক গার্ডেন, জুরং বার্ড পার্ক, ন্যাশনাল গ্যালারি।

দেশটির বর্তমান প্রধানমন্ত্রীর নাম লি সিয়েং লুং (১৯৫২)। ২০০৪ সাল থেকে এ পর্যন্ত তিন মেয়াদে তিনি দায়িত্ব পালন করছেন।  

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে