রবিবার, ২৩ জুন, ২০১৯, ০২:৩৫:১৫

‘ভালো কিছু খাওয়ার লোভে’ ডেট করেন প্রতি ৩ নারীর একজন: গবেষণা

‘ভালো কিছু খাওয়ার লোভে’ ডেট করেন প্রতি ৩ নারীর একজন: গবেষণা

এক্সক্লুসিভ ডেস্ক: প্রতি তিন নারীর একজন ভালো কিছু খাওয়ার লোভে ডেট করেন। সাম্প্রতিক এক গবেষণা প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। অনলাইনে পরিচালিত মনোবিজ্ঞানীদের দুটি জরিপে ২৩ থেকে ৩৩ শতাংশ নারী জানিয়েছেন তারা অপেক্ষায় থাকেন কখন কেউ খেতে খেতে তাদের সঙ্গে ডেট করতে চাইবেন।

গবেষণায় বলা হয়েছে, তিন ধরনের নারী এ ধরনের ডেট করার প্রতি আগ্রহী থাকেন। তারা হলেন- যারা মানসিক সমস্যায় ভুগছেন, যাদের অন্যকে পরাস্ত করতে চান এবং যারা অন্তর্মুখী। এছাড়া যেসব নারী মনে করেন যে পুরুষেরাই খাওয়াবে আর নারী খাবে- তারাও এ দলে পড়েন।

প্রথম জরিপে ৮২০ এবং দ্বিতীয় জরিপে অংশ নেয়া ৩৫৭ নারীকে তাদের মানসিক ও সামাজিক বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হয়। বিবাহিত এবং অবিবাহিত উভয় নারী এতে অংশ নেন। এর মধ্যে দ্বিতীয় জরিপ প্রকাশিত হয় সোশ্যাল সাইকোলজিক্যাল অ্যান্ড পারসোনালিটি জার্নালে প্রকাশিত হয়। তবে গবেষকরা বলছেন, তাদের এ জরিপ নারী সমাজের প্রতিনিধিত্ব করে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে