শনিবার, ১৬ নভেম্বর, ২০১৯, ১১:০৪:৫৪

একবেলার খাবার টাকা দিয়ে লটারি, স্ত্রী'র কথায় ৫ কোটির মালিক সুজেন!

একবেলার খাবার টাকা দিয়ে লটারি, স্ত্রী'র কথায় ৫ কোটির মালিক সুজেন!

এক্সক্লুসিভ ডেস্ক: পেশায় লটারির টিকিট বিক্রেতা। তাঁর থেকে টিকিট কিনে বদলে গিয়েছে কতজনের ভাগ্য! কিন্তু, তাঁর ঘরেই চরম দারিদ্র্য। মাঝেমাঝেই স্ত্রী অনুযোগ করেন লটারির টিকিট কেটে নিজের ভাগ্যটা একবার যাচাই করতে। কিন্তু, দশ টাকা দিয়ে লটারির টিকিট কাটার সঙ্গতিই যে নেই। শেষ পর্যন্ত একবেলার ভাত ছেড়ে সেই পয়সায় টিকিট কেটে ফেললেন করণদিঘির সুজেন বিশ্বাস। তাতেই বদলে গেল সব কিছু।

পাঁচ টাকা দিয়ে দুপুরে মুড়ি খেয়ে দশটা টাকা বাঁচিয়ে লটারির টিকিট কিনেই ফেলেন সুজেন। বাড়িতে বৃদ্ধ মা-বাবা ও স্ত্রী-সন্তান। আধপেটা দূরে থাক, সিকিপেটা খাবার জুটলেই অনেক। নিজেও দিন গুজরান করেন লটারির টিকিট বেচে। রোজগার মেরেকেটে দিনে ৫০ টাকা। স্ত্রীর উপদেশে এবং ভাগ্যের ভরসায় কাটা টিকিটই তাঁকে পাঁচ কোটি টাকার মালিক বানিয়ে দিয়েছে রাতারাতি। একেই বলে নবজন্ম।

দিনের পর দিন পেট ভরে খেতে না পাওয়া পরিবার পরিণত হয়েছে সেলিব্রিটিতে। এক বালতি জল নিতে যাঁদের প্রতিবেশীদের দয়ার ভরসায় থাকতে হত, এখন তাঁদের দিকেই অবাক চোখে দেখছেন প্রতিবেশীরা। জরাজীর্ণ ঘরে ভিড় করছেন বিভিন্ন লটারি সংস্থার ডিলাররা। স্ত্রী পুষ্পার কথাতেই এমন ভাগ্যোদয়, এমনটাই মনে করছেন সুজেন।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে