বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০১৯, ০৪:৫৪:৪৯

সিগারেট আর চা একসঙ্গে খান? অজান্তে ডেকে আনছেন মৃত্যু!

সিগারেট আর চা একসঙ্গে খান? অজান্তে ডেকে আনছেন মৃত্যু!

এক্সক্লুসিভ ডেস্ক : বেশিরভাগ মানুষই হাতে গরম চায়ের কাপ নিয়ে, ঠোঁটে রাখেন জ্ব'ল'ন্ত সিগারেট৷ কিন্তু গবেষণা বলছে, এই ধরণের অভ্যাস বাড়াতে পারে ক্যা'নসা'রের ঝুঁ'কি!

সম্প্রতি 'অ্যানালস অব ইন্টার্নাল মেডিসিন' জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বিজ্ঞানীরা জানিয়েছেন, যে ব্যক্তিরা নিয়মিত ধূ'মপান ও ম'দ্যপান করেন, তাদের ক্ষেত্রে অতিরিক্ত গরম চা পান করাটা খাদ্যনালীর ক্যা'ন্সা'রের ঝুঁ'কি বাড়িয়ে দেয়।

গবেষণা বলছে, যারা দিনে অন্তত এক গ্লাস অ্যা'লকো'হ'লযুক্ত পানীয় পান করেন, পাশাপাশি দিনে অতিরিক্ত গরম চা পান করেন তাদের খাদ্যনালীর ক্যা'ন্সা'রের ঝুঁ'কি বেশি। ধূ'মপা'য়ীদের ক্ষেত্রেও দেখা যায়, প্রতিদিন অতিরিক্ত গরম চা পান করলে তাদেরও এই ক্যা'ন্সা'র হওয়ার ঝুঁ'কি থাকে।

আমেরিকার এক বিশ্ববিদ্যালয় জানিয়েছে, তামাক ও অ্যা'লকো'হল দুটো থেকেই দূরে থাকাই হচ্ছে এই ক্যা'ন্সা'র প্র'তিরো'ধের সবচেয়ে ভালো উপায়। কিন্তু ধূ'মপান ও ম'দ্যপানের অভ্যাস না থাকলে শুধু চা পান করা নিয়ে চিন্তিত হবার কিছু নেই।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে