সোমবার, ০৯ ডিসেম্বর, ২০১৯, ০১:৫১:৩৮

নিখোঁজ বিমানের খোঁজে গিয়ে মিললো সমুদ্রের নিচে অজানা বিশ্ব!

নিখোঁজ বিমানের খোঁজে গিয়ে মিললো সমুদ্রের নিচে অজানা বিশ্ব!

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়া এয়ারলাইন্স-এর নিখোঁজ ফ্লাইট এমএইচ ৩৭০ খোঁ'জ করতে মালয়েশিয়ার উত্তরে এবং দক্ষিণে বিশাল এলাকা জুড়ে ব্যাপক অনুসন্ধা'ন চালানো হয়।

অনুসন্ধা'নে গিয়ে পাওয়া গেলো এক নতুন বিশ্ব। যেখানে আগ্নেয়গিরি থেকে গভীর উপত্যকা রয়েছে চোখের আড়ালে। অস্ট্রেলিয়ার পক্ষ থেকে প্রকাশিত একটি নকশা থেকে সমগ্র বিষয়টি উঠে এসেছে। যদিও দক্ষিণ ভারত মহাসাগরে তল্লা'শি অভিযা'নের সময় মালেশিয়ার এই বিমানের কোনো হদি'শ পাওয়া যায়নি।

এই অনুসন্ধা'ন ব্যয়সাপেক্ষ ছিল। এই নতুন বিশ্বকে আরো জানতে প্রয়োজন আরো ছবি এবং আরো তথ্য।

বিজ্ঞানীদের মতে, এইসব প্রাপ্ত নকশা থেকে সমুদ্রের নিচের এই পৃথিবী সম্পর্কে আরো অনেক কিছু জানা যাবে।

জিওয়ায়েন্স অস্ট্রেলিয়ার পক্ষ থেকে স্টুয়ার্ট মিনচিন জানিয়েছেন, অনুমান করা হচ্ছে নিখোঁ'জ বিমানের সন্ধা'ন করতে গিয়ে বিশ্বের সামুদ্রিক অংশের মাত্র ১০-১৫ শতাংশেই খোঁ'জ চালানো হয়েছে।তিনি আরো জানান, এইসব তথ্য এবং নকশা ভবিষ্যতে বিজ্ঞানীদের গবেষণায় কাজে আসবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে