মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২০, ১০:০২:১৮

মায়ের এক ফোনকলে প্রাণে বেঁচে ফিরলেন ছেলে!

মায়ের এক ফোনকলে প্রাণে বেঁচে ফিরলেন ছেলে!

এক্সক্লুসিভ ডেস্ক : ১০০ ফুট গভীর খা'দে পড়ে কাত'রাচ্ছিলেন ছেলে। ওই মুহূর্তে মায়ের এক ফোনকলে বেঁচে যান ছেলে। এমন ঘটনা ঘটেছে ভারতের নাগপুরে। এক সফটওয়্যার ইঞ্জিনিয়ার সিংহগড়ের ফোর্টের 'উইন্ড পয়েন্ট' থেকে পড়ে গিয়েছিলেন ১০০ ফুট গভীর খা'দে। পুনের বাইরে প্রবীন ঠাকুর নামে ওই ইঞ্জিনিয়ার ছেলে একাই গিয়েছিলেন ফোর্টে।

বৃহস্পতিবার রাত ৯টার দিকে তার মা তাকে ফোন করেন। এসময় কোনও মতে ফোন ধরে ছেলে মাকে দু'র্ঘ'টনার কথা জানায়। খা'দে পড়ে রয়েছে শুনে মা আত'ঙ্কি'ত হয়ে পড়েন। এর পরই বন্ধু ও আত্মীয়দের ঘটনার কথা জানান ওই মা। প্রবীনের বোন ও দুই বন্ধু বিমানে চড়ে সেই এলাকায় যান শুক্রবার সকালে। সেখানে পৌঁছে ফোর্টের নি'রাপ'ত্তার'ক্ষীদের নিয়ে প্রবীণকে খুঁ'জে বের করে উদ্ধার করেন তারা।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে