শুক্রবার, ২১ ফেব্রুয়ারী, ২০২০, ০৬:১১:১৫

গাড়িতে উঠলেই বমি হওয়ার কারণ ও প্রতিকারের উপায়

গাড়িতে উঠলেই বমি হওয়ার কারণ ও প্রতিকারের উপায়

এক্সক্লুসিভ ডেস্ক : কিছু মানুষের যেমন ভ্রমণেই আনন্দ, কারও কারও আবার ভ্রমণের কথা শুনলেই গায়ে জ্বর আসে। কারণ মোশন সিকনেস। মাথা ঘোরা, বমি বমি ভাব অসহ্য করে তোলে। যার কারণে যে কোনও জায়গায় বি'ব্র'তকর পরিস্থিতি তৈরি হয়। প'ণ্ড হয়ে যায় ঘুরতে যাওয়ার আনন্দটা। কী কারণে হয় এই সমস্যা?

সাধারণত বাসে বা প্রাইভেট কারে উঠলে মোশন সিকনেস হয়। এছাড়াও অ্য়াসিডিটির সমস্যা থাকলে হতে পারে বমি, অসুস্থতার জন্য হতে পারে বা কোনও বাজে গন্ধ থেকে হতে পারে বমি। আমাদের আজকের এই প্রতিবেদন থেকে চলুন জেনে নেওয়া যাক এই সমস্যা থেকে প্রতিকারের উপায়:-

সব সময় জানালার পাশের সিটে বসার চেষ্টা করুন। বাইরের বাতাস ভিতরে আসতে দিন। যেদিকে গাড়ি চলছে সেই দিকে পেছন করে বসবেন না। যেদিন ঘুরতে যাবেন তার আগের দিন রাতে ভালোভাবে ঘুমাবেন। চলন্ত গাড়িতে বই ও ফোন ব্যবহার থেকে বিরত থাকুন। আদা খাবার হজমে সাহায্য় করে। তাই গাড়িতে ওঠার আগে মুখে ছোট এক টুকরো আদা নিয়ে নিন। 

টক জাতীয় ফল বেশি করে খেলে বমি ভাব দূর হয়ে। এছাড়াও লেবু পাতার গন্ধ দূর করে বমির ভাব। অ্য়াসিডিটির সমস্যা থাকলে পুদিনা পাতা খেতে পারেন। বমি ভাব লাগলে এক টুকরো লবঙ্গ মুখে দিয়ে রাখুন। বমি হলে দারুচিনি খেতে পারেন। চুইংগাম খেলে মুখ ও মন ব্যস্ত থাকে। তাই বমি ভাব আর আসে না। গাড়িতে সামনের দিকে বসার চেষ্টা করবেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে