বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২০, ০৫:০৪:১৬

মাতৃত্বকালীন ছুটি না পেয়ে চাকরি ছেড়েছিলেন, আজ তিনি সফল ব্যবসায়ী

মাতৃত্বকালীন ছুটি না পেয়ে চাকরি ছেড়েছিলেন, আজ তিনি সফল ব্যবসায়ী

এক্সক্লুসিভ ডেস্ক : মাতৃত্বকালীন ছুটি পাননি, তাই ছেড়ে দিয়েছিলেন চাকরি। গর্ভকালীন পুরো সময়টা তিনি কাটিয়েছেন ছবি এঁকে। একসময় ছবি আঁকতে শুরু করলেন পোশাকে, বিশেষ করে শাড়ির ওপর। আর এই শাড়িগুলো ফেসবুকে পাতা খুলে বিক্রি করতে গিয়ে পেলেন দারুণ সাড়া। 

এখন যদিও তার ব্র্যান্ড 'পটের বিবি'র শোরুম হয়েছে, কিন্তু তার ব্যবসার অন্যতম মাধ্যম ফেসবুক। ফোয়ারা ফেরদৌসের ব্যবসার শ্লোগান, 'সবার জন্য পাটভাঙা শাড়ি।' ত্রিশোর্ধ নারীদের জীবন সং'গ্রাম নিয়ে গল্প শোনালেন ফোয়ারা ফেরদৌস।

ফোয়ারা বলেন, 'পটের বিবি'র যাত্রা শুরু হয় ২০১৫ সালে মে মাসে। আমি অনেক আগে থেকে উদ্যোক্তা ছিলাম। 'পটের বিবি'রও আগে। তখন পেইন্ট করে সব পণ্য বানাতাম, চাকরির পাশাপাশি আমি এসবও করতাম। যখন আমি গর্ভবতী হয় তখন আমি ছুটি চেয়েছিলাম। কিন্তু অফিস আমাকে মাতৃত্বকালীন ছুটি দিতে মোটেও রাজি ছিলো না। তখন আমি চাকরি ছাড়ি।

তিনি বলেন, গর্ভকালীন পুরো সময়টা পেইন্টিং করে কাটিয়েছি। আমার বাচ্চা হওয়ার পরে আমি দেখলাম যে, বাচ্চা সামলে পেইন্টিংয়ে আমি বেশি সময় দিতে পারছি না। তখন মনে হলো যে পেইন্টিং ছাড়া অন্য কোন পণ্যে আমি যদি মনোযোগ দিতে পারি সেক্ষেত্রে স্বাধীনভাবে কাজ করার আমার যে স্বপ্নটা সে চিন্তা থেকে আসলে আমার উদ্যোক্তা হওয়ার শুরু।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে