বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২০, ০১:২৭:২১

করোনাভাইরাস নিয়ে গুরুত্বপুর্ন তথ্য দিলেন ডা. দেবী শেট্টি

করোনাভাইরাস নিয়ে গুরুত্বপুর্ন তথ্য দিলেন ডা. দেবী শেট্টি

এক্সক্লুসিভ ডেস্ক: করোনাভাইরাসের ল'ক্ষ'ণ দেখলেই দ্রু'ত পরীক্ষা করানোর পরামর্শ মেনে চলা হচ্ছে ভারতে। তবে এই পরীক্ষা থেকেই ভবিষ্যতে বিপদ বাড়বে বলে মনে করছেন দেশটির বিশ্বখ্যাত হৃদরো'গ বিশে'ষজ্ঞ ড. দেবী শেট্টি। করোনা-আবহেই ভাইরাল হয়েছে এই বিশিষ্ট চিকিৎসকের এক অডিও ক্লি'প। যেখানে অত্য'ধিক করোনা-পরীক্ষা নিয়ে প্রশ্ন তু'লেছেন তিনি। মেসেজে ড. শেট্টি বলেন, ‘এই বার্তাটি শুধুমাত্র ভারতের জন্য। এখানে সমস্যাটা অন্যরকম। আমাদের দেশের জনসংখ্যা ১৩০ কোটি, আর পরীক্ষা-কি'ট রয়েছে দেড় লাখেরও কম।’

বিশিষ্ট চিকিৎসক আরও জানিয়েছেন, ‘যদি কারোর 'ফ্লু বা স'র্দি থাকে, প্রথমে নিজেকে আ'ইসো'লেট করে লক্ষ'ণ ভালো করে প'র্যবেক্ষ'ণ করতে হবে। প্রথম দিন শুধু ক্লা'ন্তি আসবে। তৃতীয় দিন হালকা জ্ব'র অ'নুভব হবে। সঙ্গে কাশি ও গলায় সম'স্যা হবে। পঞ্চম দিন পর্যন্ত মাথা য'ন্ত্র'ণা। পেটের সম'স্যাও হতে পারে। ষষ্ঠ বা সপ্তম দিনে শরীরে ব্য'থা বাড়বে এবং মাথা য'ন্ত্র'ণা কমতে থাকবে। তবে ডায়েরিয়ার ল'ক্ষ'ণ দেখা দিতে পারে। পেটের সম'স্যা থেকে যাবে। এবার খুবই গুরুত্বপূর্ণ। অষ্টম ও নবম দিনে সব লক্ষ'ণই চলে যাবে। তবে সর্দির প্রভা'ব বা'ড়তে থাকে। এর অর্থ আপনার প্রতিরো'ধক্ষ'মতা বে'ড়েছে এবং আপনার করোনা-আ'শঙ্কা'র প্রয়োজন নেই।’

তবে কি করোনা-পরীক্ষার প্রয়োজন নেই? চিকিৎসকের উত্তর, ‘এমন সময়ে আপনার করোনা-পরীক্ষার প্রয়োজন নেই। কারণ আপনার শরীরে অ্যা'ন্টিব'ডি তৈরি হয়ে গিয়েছে। যদি অষ্টম বা নবম দিনে আপনার শরীর আরও খারা'প হয়, করোনা-হেল্পলাইনে ফোন করে অবশ্যই পরীক্ষা করিয়ে নিন। ভারতের কাছে এই মুহূর্তে ১,৫০,০০০ পরীক্ষা-কি'ট রয়েছে। এবং সর্বোচ্চ ১.৫ কোটির পরীক্ষা সম্ভব। তাই জ্ব'র হওয়ার দ্বিতীয় বা তৃতীয় দিনেই প্রত্যেকেরই করোনা-পরীক্ষার প্রয়োজন নেই। এতে আরও বড় সম'স্যা হবে।’ আরও পড়ুন: জেনে নিন, শরীরের ভেতর কি ভাবে ঢুকে কোন কোন পথে আ'ক্রমণ চালায় করোনা?

এরপরই শিক্ষিত সমাজের কাছে আর্জি জানিয়েছেন ড. শেট্টি, আমার পরামর্শ হল, জ্ব'র হলেই করোনার পরীক্ষা নয়। আগে অপেক্ষা করে উপস'র্গ পর্যবেক্ষ'ণ করুন। খারা'প হলে নিজেকে পরীক্ষা করিয়ে নিন।’ অত্যা'ধিক মাস্ক বিক্রির জে'রে তার হাসপাতালেও ‘N95 মাস্কে’র অভা'ব জানিয়ে চিকিৎসক বলেন, ‘আপনি ভ'য় পেয়েছেন বলে পরীক্ষা করা উচিত নয়।’ সূত্র: টাইমস অব ইন্ডিয়া।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে