রবিবার, ১৭ মে, ২০২০, ০২:০৮:৪১

জেনে নিন, ঝড়ের কবলে পড়লে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে

জেনে নিন, ঝড়ের কবলে পড়লে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে

এক্সক্লুসিভ ডেস্ক: বৈশাখ-জৈষ্ঠ্যের এই সময়ে সবচেয়ে বেশি কালবৈশাখী ঝড় লক্ষ করা যায়। এরকম পরিস্থিতিতে পড়ে গেলে বেশ কিছু সতর্কতা অবলম্বন করতে হয়। নইলে বিপদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা থাকে। 

জেনে নিন ঝড়, কিংবা কালবৈশাখী ঝড়ের কবলে পড়লে কী কী সতর্কতা অবলম্বন করতে হবে।
১) নিরাপত্তার জন্য ইমারজেন্সি কিট হাতের কাছে রাখুন। ২) দরজা-জানালা বন্ধ রাখুন। ৩)ধারালো বস্তু খোলা অবস্থায় রাখবেন না ৪) বাইরে কোনো আসবাব রাখা থাকলে নিরাপদ স্থানে আনুন। ৫) রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, বা অনলাইন নিউজে আবহাওয়ার খবরে চোখ রাখুন।
৬) পরিবারে সবাই বাড়ির  মধ্যে রয়েছে কিনা খেয়াল রাখুন ৭) ঝড়ের পূর্বাভাস পেলে বাইরে ঘুরতে না যাওয়াই ভালো। ৮) বিভিন্ন ইলেকট্রিক্যাল যন্ত্র সম্ভব হলে আনপ্লাগ করে দিন। ৯) এ সময় বাথটব বা শাওয়ারে গোসল না করাই ভালো। ১০) টিনের চাল, ফায়ার প্লেস থেকে দূরে থাকুন। ১১) গাছের নিচে আশ্রয় নেবেন না। ১২)  টেলিফোনের বা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকুন। ১৩) সুইমিং পুল, লেক, নৌকা থেকেও দূরে থাকা ভালো ১৪) গাড়িকে গাছ থেকে দূরে রাখুন। ১৫) ঝড় থেকে হওয়া বন্যার পানিতে প্রচুর জীবানু থাকে। তাই কখনোই সাতার কাটবেন না এই পানিতে । ১৬) রাস্তাঘাট পানিতে তলিয়ে যেতে পারে ঝড়ে। তাই খুব সতর্ক হয়ে রাস্তা পারাপার করুন এই সময়।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে