মঙ্গলবার, ১৯ মে, ২০২০, ০৭:৫৭:৫৮

একনজরে ইতিহাসের সবচেয়ে প্র'লয়ঙ্করী ৮ ঝড়

একনজরে ইতিহাসের সবচেয়ে প্র'লয়ঙ্করী ৮ ঝড়

এক্সক্লুসিভ ডেস্ক: পৃথিবীর ইতিহাসে বেশ কিছু ভ'য়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগকে মানুষ ভুলতে পারেনি এখনো। এসব প্রাকৃতিক দুর্যোগ কে'ড়ে নিয়েছে কোটি মানুষের প্রাণ, কে'ড়ে নিয়েছে পরিবার পরিজন। ধ্বং'স করে দিয়েছে সব কিছু। চলুন দেখে নেয়া যাক এমনই কয়েকটি প্র'লয়ঙ্করী ঝড়।

২০০৮: নার্গিস (মিয়ানমার): দক্ষিণ পূর্ব এশিয়ার ভ'য়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে একটি হলো নার্গিস। ২০০৮ সালের মে মাসে যেটি মিয়ানমারে আঘা'ত হানে। এতে প্রাণ হা'রায় ১ লাখ ৪০ হাজারেরও বেশি মানুষ। ৪ লাখ ৫০ হাজার ঘর-বাড়ি পুরোপুরি বিধ্ব'স্ত হয়।

১৯৯১ সাল: বাংলাদেশ: বাংলাদেশের ভ'য়াবহ ঘূর্ণিঝড়গুলোর মধ্যে সবচেয়ে বিধ্বং'সী ১৯৯১ সালের ঘূর্ণিঝড়, যেটি ২৯ এপ্রিল ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে উপকূলে আঘা'ত হে'নেছিল। সমুদ্রের পানির উচ্চতা পৌঁছে গিয়েছিল সাত মিটার উঁচুতে। এতে প্রাণ হা'রিয়েছিল উপকূলের অন্তত ১ লাখ ৪০ হাজার মানুষ।

১৮৭৬: দ্য গ্রেট বাকেরগঞ্জ সাইক্লোন, বাংলাদেশ: ১৮৭৬ সালের অক্টোবরে ভ'য়াবহ ঘূর্ণিঝড় আঘা'ত হানে বরিশালের বাকেরগঞ্জে। সে সময় ব্রিটিশ শাসনামল চলছিল। ভ'য়াবহ ঐ ঝড়ে প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখ মানুষ।

১৯৭৫: নিনা টাইফুন, চীন: যদিও চীনে টাইফুন বা ঘূর্ণিঝড় খুবই স্বাভাবিক ঘটনা, তবুও ১৯৭৫ সালের ৩১ জুলাই চীনের হেনান প্রদেশে টাইফুন নিনার ভ'য়াবহতা সব ঝড়কে পেছনে ফেলে দেয়। ভ'য়াবহ ঐ ঝড়ে প্রাণ হারায় ২ লাখ ৩১ হাজার মানুষ৷ ক্ষ'তিগ্রস্ত হয় ১ কোটি ১০ লাখ মানুষ।

১৮৮১ সাল: হাইফোং, ভিয়েতনাম: ১৮৮১ সালের অক্টোবর মাসে ভিয়েতনামের হাইফোং শহরে ভ'য়াবহ টাইফুন আঘা'ত হা'নে। এতে প্রাণ হারায় ৩ লাখ মানুষ।

১৯৩৭ এবং ১৮৩৯ সাল: ভারত: ১৭৩৭ সালের অক্টোবর মাসে বঙ্গোপসাগরের উপর দিয়ে ধে'য়ে এসে কলকাতায় আছ'ড়ে পড়েছিল ঘূর্ণিঝড়। বেশিরভাগ ইউরোপীয় গণমাধ্যমে বলা হয়েছিল, ঐ ঝড়ে প্রাণ হারিয়েছিল প্রায় তিন লাখ মানুষ। কিন্তু সেসময় কলকাতায় মাত্র ১০ হাজার মানুষ বসবাস করত৷ তাই এই সংখ্যাটি নিয়ে অনেকের সংশয় রয়েছে। ১৮৩৯ সালের নভেম্বরে ভারতের অন্ধ্রপ্রদেশের কোরিঙ্গা এলাকায় বিধ্বং'সী ঝড়ে প্রাণ হা'রিয়েছিলেন অন্তত তিন লাখ মানুষ। ন'ষ্ট হয়েছিল ২৫ হাজার জাহাজ।

১৯৭০ সাল: ভোলা সাইক্লোন, বাংলাদেশ: বিশ্ব ইতিহাসের ভ'য়ংকর প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে অন্যতম বলা হয় ভোলা সাইক্লোনকে। ১৯৭০ সালের ১৩ নভেম্বর তৎকালীন পূর্ব পাকিস্তানের উপর দিয়ে ঘণ্টায় ২০৫ কিলোমিটার বেগে বয়ে যায় সাইক্লোন। ঐ ঝড়ে প্রাণ হারায় অন্তত পাঁচ লাখ মানুষ, যাদের মধ্যে এক লাখই ছিলেন জেলে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে