সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ০৯:৫৩:০৭

পরমাণু যুদ্ধ থামাতে ভিনগ্রহীরা !

পরমাণু যুদ্ধ থামাতে ভিনগ্রহীরা !

এক্সক্লুসিভ ডেস্ক : চাঞ্চল্যকর দাবি করলেন অ্যাপোলো ১৪-এর মহাকাশচারী। ১৯৭১ সালে চাঁদে যাওয়া মহাকাশচারী এডগার মিচেলের দাবি, রাশিয়া ও আমেরিকার মধ্যে ঠাণ্ডা যুদ্ধের সময় যে পরমাণু যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়েছিল তা মিটিয়েছিল ভিনগ্রহী জীবেরা। এমনকী এ বিষয়ে তাঁর সঙ্গে অন্যগ্রহের প্রাণীদের কথা হয়েছে বলেও জানিয়েছেন এডগার। অ্যাপেলো ১৪-এর ষষ্ঠ যাত্রী ছিলেন এডগার।
 
সদ্য এক মার্কিন পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে এডগার বলেন, আর একটু হলে পরমাণু যুদ্ধ হতো। আমেরিকা ও রাশিয়ার মধ্যে হতে চলা পরমাণু যুদ্ধ থামাতে পৃথিবীতে এসেছিল অন্যগ্রহের বাসিন্দারা। আমার সঙ্গে তাঁদের কথা হয়েছে। তারা পৃথিবীতে শান্তি চায়। তারা বারবার যুদ্ধের বিরোধী।

হঠাত এটা কেন বলেছেন বিজ্ঞানী এডগার? এ বিষয়ে কোনও সঠিক তথ্য পাওয়া যায়নি। রসওয়েলে পরমাণু পরীক্ষাকেন্দ্রের সামনে এক মধ্যবিত্ত পরিবারে জন্ম হয় এডগার মিচেলের। নিজের জোরেই এর পর মহাকাশ বিজ্ঞানী হন মেক্সিকান এই মেধাবী ছাত্র।

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে