সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৩১:১৯

কিশোর উদ্ধারে নজির অ্যাপল'র

কিশোর উদ্ধারে নজির অ্যাপল'র

এক্সক্লুসিভ ডেস্ক : অ্যাপলের আইফোনের সুবাদে প্রাণে বেঁচে গেলেন এক মার্কিন কিশোর। কিন্তু কিভাবে? স্যাম রে তার ট্রাকের তলায় ঢুকে মেরামতের কাজ করছিল। সেই সময়ে আশপাশে কেউ ছিল না। হঠাত করে ট্রাকটি তার উপর পড়তে শুরু করে। কোনও রকমে দু-হাত দিয়ে তাৎক্ষণিক ভাবে সেটা ঠেকায় স্যাম।

ঘটনাস্থল আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের ন্যাশভিল শহরের শহরতলী। কোনও রকমে ট্রাকটি তাঁর উপর পড়া আটকালেও সেই ভার নিতে পারছিলেন না স্যাম। চিৎকার করে অন্যান্যদের কাছে সাহায্য চেয়েও পাচ্ছিলেন না তিনি। তখনই স্যামের মনে পড়ে আইফোনটি তার পেছনের পকেটে।

হাত দিয়ে ট্রাকের পড়া ঠেকাচ্ছে বলে ফোনটি নিয়ে সাহায্যের জন্য কাউকে ফোন করার আর উপায় নেই। কিন্তু উপস্থিত বুদ্ধিই হয়তো বাঁচিয়ে দেয় স্যামকে!

অনেক কষ্ট করে ফোনটি পেছন থেকে ব্যাবহার করেই সে চালু করে 'সিরি' এবং কল পাঠায় জরুরী সেবা পরিষেবায়। সিরি হল অ্যাপলের একটি অ্যাপ্লিকেশন যেটা ব্যবহারকারীর কণ্ঠস্বর চিনে নেয়। এবং নির্দেশ মেনে কাজ করে খুব সহজেই।

স্যামের পাঠানো নির্দেশের কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় উদ্ধারকারী দল। উদ্ধার করা হয় তাঁকে। সঙ্গে সঙ্গে এয়ার অ্যাম্বুলেন্সে পাঠানো হয় তাঁকে হাসপাতালে। যদিও উদ্ধারকারী দর আসার আগেই স্যামের পাঁজরের কয়েকটি হাড় ভেঙে যায়, আঘাত লাগে কিডনিতেও। নানা জায়গায় কেটে এবং পুড়ে যায়।

সুস্থ হওয়ার পর তিনি জানান, আইফোনটি বদলে একটি স্যামসাং গ্যালাক্সি নেব বলে ভাবছিলাম। কিন্তু দুর্ঘটনার পর মত বদলে ফেলেছি। আমার ধারণা বাকী জীবন আমি আইফোনই ব্যাবহার করবো। তাদের কাছে আমার অনেক ঋণ। সূত্র: বিবিসি

 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে