বুধবার, ১৫ জুলাই, ২০২০, ১০:০৬:৩৮

শরীরে ইমিউন সিস্টেম সবল থাকলে করোনায় আক্রা'ন্ত ব্যক্তিরা হয়তো রক্ষা পাবেন

শরীরে ইমিউন সিস্টেম সবল থাকলে করোনায় আক্রা'ন্ত ব্যক্তিরা হয়তো রক্ষা পাবেন

এক্সক্লুসিভ ডেস্ক : মহামা'রি করোনা ভাইরাস স্তব্ধ করে দিয়েছে পুরো পৃথিবীকে। কোন ভাবেই থামানো যাচ্ছে না এই প্রাণঘা'তী ভাইরাসটিকে। স্বাস্থ্যবিজ্ঞানীরা জানাচ্ছেন শরীরে ইমিউন সিস্টেম সবল থাকলে এই ভাইরাসে আক্রা'ন্ত ব্যক্তিরা হয়তো রক্ষা পাবেন কিন্তু কিছু রোগ রয়েছে যেগুলো শরীরে থাকলে করোনা আক্রা'ন্ত হলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হতে পারে রোগী। আসুন জেনে নি সেই রোগগুলো সম্পর্কেঃ

এক্ষেত্রে প্রথমেই বলতে হয় এজমা–এর কথা। এই রোগটি অনেক ক্ষেত্রের করোনা আক্রা'ন্তকে মৃত্যুর পথে ঠেলে দিচ্ছে। সেক্ষেত্রে যারা এই রোগে আক্রা'ন্ত, তাঁদের করোনা সং'ক্রমণের থেকে ভ'য়ের কারণ বেশি।

ডায়াবিটিসের রোগীরাও করোনা সং'ক্রমণের ফলে ঝুঁ'কির মুখে পড়ছেন। কারণ, তাঁদের রক্তে সুগার লেভেলের ওপর তেমন নিয়ন্ত্রণ থাকে না, যা তাঁদের মৃ'ত্যুর দিকে ঠেলে দিচ্ছে।

অতিরিক্ত ওজনের ফলেও অনেকে করোনা সং'ক্রমিত হওয়ার পর মৃ'ত্যুর সামনে দাঁড়াচ্ছেন। বডি মাস ইন্ডেক্স‌ যাদের ক্ষেত্রে ৪০–এর বেশি, তাঁরা করোনা আক্রা'ন্ত হলে মৃ'ত্যুর সম্ভাবনা বেড়ে যাচ্ছে। (প্রতীকী ছবি) • অতিরিক্ত ওজনের ফলেও অনেকে করোনা সং'ক্রমিত হওয়ার পর মৃ'ত্যুর সামনে দাঁড়াচ্ছেন।

কিডনি, হার্ট ও লিভারের অসুখে যারা ভু'গছেন, তাঁরাও করোনার কাছে সহজে আত্মসমর্পণ করতে বাধ্য হচ্ছে। ব্রিটেনের একটি গবেষণায় দেখা গিয়েছে, এই অঙ্গগুলির কোনও রোগ আগে থেকে থাকলে করোনা সং'ক্রমণের পর মৃ'ত্যুর সম্ভাবনা বাড়ছে।

একবার যাঁদের স্ট্রোক হয়েছে তাঁরা করোনা আক্রা'ন্ত হলে তাঁদের ঝুঁ'কি বেশি। ব্রিটেনের স্ট্রো'ক অ্যাসোসিয়েশনের একটি গবেষণায় দেখা গিয়েছে এই তথ্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে