শনিবার, ২৫ জুলাই, ২০২০, ০১:১৬:৪৪

একটি পাখির বাসা বাঁ'চাতেই টানা ৩৫ দিন অন্ধকারে গ্রাম

 একটি পাখির বাসা বাঁ'চাতেই টানা ৩৫ দিন অন্ধকারে গ্রাম

এক্সক্লুসিভ ডেস্ক : বিদ্যুতের স্যুইচবোর্ডে বাসা বেঁ'ধেছে পাখি। আর এই স্যুইচবোর্ডের উপরই নির্ভর করে গ্রামের স্ট্রিট লাইটের আলো জ্ব'লা ও নেভা। এরপর ডিম ও পাখীর বাচ্চাদের বাঁ'চাতে ৩৫ দিন অ'ন্ধকারেই থাকল পুরো গ্রাম। এমন ঘটনা ঘটেছে ভারতের তামিলনাড়ুর শিবগঙ্গায়। খবর সংবাদ প্রতিদিন।

জানা যায়, তামিলনাড়ুর শিবগঙ্গা জেলার একটি গ্রামের বিদ্যুতের মেইন স্যুইচবোর্ডের উপর বাসা বানায় পাখি। এরপর গ্রামবাসীরা প্রায় সবাই মিলে সিদ্ধান্ত নেয়, পাখির ডিম থেকে বাচ্চা ফুটে বের না হওয়া পর্যন্ত ওই গ্রামে আলো জ্বালানো হবে না। করলেনও তাই। পাখির বাচ্চাদের বাঁ'চাতে এই ভরা বর্ষার মধ্যেও অ'ন্ধকারে চলাফেরা করলেন গোটা গ্রামের লোকজন। মোবাইলের টর্চ, টর্চ লাইট ব্যবহার করেই গ্রামবাসীরা এই ক’দিন রাস্তায় যাতায়াত করেছেন শুধুমাত্র পাখির বাঁ'চানোর জন্য।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে