বুধবার, ২৮ অক্টোবর, ২০২০, ০৯:১২:০১

তেলাপিয়া মাছ খেলে তিনটি রোগ হতে পারে আপনার!

তেলাপিয়া মাছ খেলে তিনটি রোগ হতে পারে আপনার!

এক্সক্লুসিভ ডেস্ক : মাছ চাষের ক্ষেত্রে তেলাপিয়া মাছ চাষ বেশ জনপ্রিয় ও লাভজনক। দামে কম, স্বাদও ভালো তাই তেলাপিয়া মাছ বেশ জনপ্রিয়। এছাড়া এই মাছে কাঁটাও কম, ভাজা-ভুনা-বারবিকিউ সবই সহজে রান্না করা যায়।

কিন্তু বিশেষজ্ঞরা, এই মাছ খেতে বারণ করেন। কারণ কী? আসুন জেনে নিই সেগুলো: 
 # তেলাপিয়া মাছ পরোক্ষভাবে নানা প্রাণঘাতী রোগের কারণ হতে পারে। # খামারে চাষ করা হয় এই মাছ। # হাঁস-মুরগির বিষ্ঠা খামারে খাবার হিসেবে দেওয়া হয়।  # এই খাবার খেয়ে মাছের তেলাপিয়ার শরীরে রোগ-জীবাণু ছড়িয়ে পড়ে। 

# ডিবুটাইলিন নামে এক প্রকার কেমিক্যাল জমা হয় মাছে।  # তাই খামারে বড় হওয়া এসব তেলাপিয়া খেলে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ে। # ক্যানসার, হৃদরোগ, হাঁপানিও হতে পারে।   সূত্র : ফক্স নিউজ। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে