শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২০, ০৭:৩৩:২৬

মাত্র তিন দিনে বিশ্বভ্রমণের রেকর্ড, গিনেস বুকে এই মুসলিম নারী

মাত্র তিন দিনে বিশ্বভ্রমণের রেকর্ড, গিনেস বুকে এই মুসলিম নারী

এক্সক্লুসিভ ডেস্ক : মাত্র তিন দিনে বিশ্বভ্রমণ করে গিনেস বুকে নাম তুলে ফেললেন খাওলা-অল-রোমাইঠি নামের এক আরবীয় মুসলিম নারী। বুধবার গিনেস কর্তৃপক্ষ তাকে এ বিষয়ে রেকর্ডধারী হিসেবে ঘোষণা করে। এটা ঘোষিত হয় ঘটনাচক্রে 'গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ডে'-তেই! 

জানা যায়, খাওলা-অল-রোমাইঠি নামের ওই নারী মাত্র ৩ দিন ১৪ ঘণ্টা ৪৬ মিনিট ৪৮ সেকেন্ডে ঘুরে ফেলেন সাতটি মহাদেশ! তার এই ঝড়ো সফর তিনি শেষ করেছেন সিডনিতে। অতিমারিতে বিশ্বের বিভিন্ন জায়গা বিভিন্ন সময়ে বন্ধ হয়ে যাওয়ার ঠিক আগে-আগেই তিনি এই সফরটি সেরে ফেলেছিলেন।

তিনি জানান, ''এটা খুব কঠিন একটি জার্নি ছিল। অত্যন্ত ধৈর্যের দরকার ছিল। বিশেষ করে এয়ারপোর্টগুলোতে। কেননা সেখানে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। তাছাড়া লাগাতার প্লেনজার্নিটাও খুব কঠিন।''

সফরে কেমন লাগছিল এমন প্রশ্নের জবাবে আল-রোমাইঠি বলেন, ''সত্যি বলতে কি, এমন নয় যে, বিষয়টা সবসময়ই আমি দারুণ উপভোগ করেছি, বরং আমি ভীষণভাবে বাড়ি ফিরতে চাইছিলাম। তবে আমি লক্ষ্য থেকে সরে আসিনি। আমার পরিবার ও বন্ধুরাও আমাকে এই সময়ে দারুণ সমর্থন জুগিয়েছে। আমি যাতে জার্নিটা শেষ করতে পারি, সে জন্য তারা আমাকে সবসময়ে উৎসাহ জুগিয়েছেন।'' সূত্র : জি নিউজ।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে