শুক্রবার, ২৭ মে, ২০২২, ০৯:৩৩:০৭

বিয়ে করার সঠিক বয়স কখন?

বিয়ে করার সঠিক বয়স কখন?

এক্সক্লুসিভ ডেস্ক : বিয়ে করার সঠিক বয়স কখন ? এই প্রশ্ন আমাদের সবার মধ্যেই ঘুরপাক খায়। ২৫ পেরোলেই কখনও না কখনও আমাদের সবাইকেই এই প্রশ্নের মুখোমুখি হতে হয় যে, কবে বিয়ে করছিস? বিয়ের জন্য় সত্যিই কি নির্দিষ্ট কোনও বয়স হয়? কী মনে হয় আপনার? ৫ জন জানালেন নিজের কথা

বিবাহ জীবনের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। কারণ, একজন মানুষের সঙ্গে সারাজীবন থাকার সিদ্ধান্ত নিয়ে থাকি আমরা। সেক্ষেত্রে সেই মানুষটি আমার জন্য় সঠিক কিনা, তা বুঝে সিদ্ধান্ত নিতে সময় লেগে যায়। 

তবে বিয়ের সিদ্ধান্ত নেওয়ায় কোনও তাড়াহুরো করা উচিত নয়। কিন্তু একটা বয়সের পর অভিভাবকরা বিয়ের জন্য় চাপ দিতে থাকেন। ছেলেদের তো সেই সমস্যার মুখোমুখি হতে হয়ই, কিন্তু একজন মেয়েকে এই সমস্যার মুখোমুখি হতে হয় আরও বেশি। 

২৫ পেরোলেই বিয়ের চাপ আসতে থাকে। শুধুই অভিভাবক নয়, বন্ধু-বান্ধব, এমনকী পাড়া-প্রতিবেশীরাও বিয়ের কথা জিজ্ঞাসা করতে থাকেন। কিন্তু বিয়ের সিদ্ধান্ত একান্তই ব্যক্তিগত। 

কেউ চাকরি পেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরেই বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। কেউ ৩০ পেরোলে বিয়ের সিদ্ধান্ত নিতে পারেন। কেউ কেউ সারাজীবন বিয়ে নাও করতে পারেন। 

কিন্তু উপমহাদেশে বিয়ের সঠিক বয়স কী? কী পরিস্থিতির মুখোমুখি হতে হয় সবাইকে। ৫জন জানালেন তাঁদের অভিজ্ঞতা…

বিয়ের জন্য় কোনও সঠিক বয়স নেই। তা পুরুষের ক্ষেত্রেই হোক বা মহিলা। তিনি নিজে প্রস্তত থাকলেই একমাত্র বিয়ে করতে পারেন। তিনি ৩০-এর পরেও বিয়ে করতে পারেন বা আগেও বিয়ে করতে পারেন। যদি একজন মানুষ আর্থিকভাবে প্রতিষ্ঠিত, একা থাকতে পারেন, তখনই তিনি বিয়ের কথা ভাবতে পারেন।

কিন্তু ভারতে তা হয় না। একটি নির্দিষ্ট বয়সে বিয়ে করা সামাজিক চাপ ছাড়া আর কিছুই না এখানে। তাই বয়স হওয়ার সঙ্গে সঙ্গে বিয়ের কথা ভাবতে শুরু করেন সবাই। মানসিকভাবে প্রস্তুত হলে এবং এই কথা জানলে যে, একটা সংসারের দায়িত্ব নিতে পারেন, তাহলেই একমাত্র বিয়ে করা উচিত। বয়সের সঙ্গে সেই ম্যাচুরিটির কোনও সম্পর্ক নেই।

যখন একজন মানুষ দায়িত্ব নিতে তৈরি: বিয়ে করলে অনেক দায়িত্ব নিতেই হয়। আপনি বিয়ে করলেন অথচ স্ত্রী এবং পরিবারের দায়িত্ব নিতে শিখলেন না, তা হয় না। 

তাতে আপনার বয়স ২২ কি ২৩ কিংবা আপনার বয়স যদি ৪০ পেরোয়, আপনার বয়স বিয়ের জন্য় একদম সঠিক। তবেই যদি আপনি মানসিকভাবে প্রস্তুত থাকেন। আপনি দায়িত্ব নেওয়ার জন্য় প্রস্তুত থাকেন।

আর্থিকভাবে প্রতিষ্ঠিত হলে বিয়ে করা উচিত: অনেকেই বিশেষ করে মহিলারা আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার আগেই বিয়ের সিদ্ধান্ত নেন। এটা যে নিজে থেকে করেন তা বলছি না, তবে পরিবার ও সমাজের চাপে বিয়ের সিদ্ধান্ত নিতে বাধ্য হন অনেক সময়।

কিন্তু আমি এটি জীবন থেকে শিখেছি। আমি পরিবারের ঠিক করে দেওয়া একজন ব্যক্তিকে ২৫ বছর বয়সে বিয়ে করি। আমি সেই সময় কোনও কাজ করতাম না। তাই তাঁর উপরে সম্পূর্ণভাবে নির্ভর ছিলাম।

অনেক সময় এমন হত যে তাঁর কাছে বাড়ি ভাড়া দেওয়ার মতো টাকাও থাকত না। তিনি নতুন চাকরি শুরু করেন এবং আমি হোম ফুড ডেলিভারি ব্যবসা শুরু করি। 

তারপরেও পরিস্থিতি সেরকম বদলায়নি। আমাদের আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য় অনেক বছর সময় লেগে যায়। আমরা পরিবার পরিকল্পনা করি পরে, কারণ আমাদের কাছে পর্যাপ্ত টাকা ছিল না। 

তাই আমি সবসময় তরুণ-তরুণীদের আর্থিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার পরামর্শ দিই। তারপরেই যেন তাঁরা বিয়ের সিদ্ধান্ত নেন।

মেয়েদের ৩০ বছর হওয়ার আগেই বিয়ে করে নেওয়া উচিত: আমি সমালোচনার মুখে পড়তেই পারি যদি আমি বলি মেয়েদের ৩০-এর আগে বিয়ে করে নেওয়া উচিত। কারণ, বায়োলজিকাল ক্লক অপেক্ষা করবে না। 

আমি জানি, আমরা এখন আমাদের ডিম্বাণু ফ্রিজ করতে পারি। এবং আইভিএফ ও সারোগেসির সুযোগও রয়েছে। কিন্তু আমি জানতে চাই, কতজন সেই খরচ সামলাতে পারেন?

যদি একজন মানুষ সন্তান নিতে চান, তাহলে সেটি সম্পূর্ণভাবেই তাঁর সিদ্ধান্ত। তাঁদের এই কথাও জানা উচিত যে, একজন মহিলার ৩৫ বছরের পর সন্তান ধারণে সমস্যা হতে পারে। অনেকেই এর সঙ্গে সহমত না হতে পারেন। আমি ৩৬ বছর বয়সে সন্তান ধারণের চেষ্টা করছিলাম। কিন্তু তা আমার জন্য যথেষ্ট কঠিন ছিল।

কেউ সঠিক বয়স বলতে পারে না যদি কেউ বলেন যে, ২৮ থেকে ৩০ হল বিয়ের জন্য় সঠিক বয়স বা যাইহোক, তাহলে তাঁদের কথায় কোনও গুরুত্ব দেবেন না। বিয়ের জন্য সঠিক বয়সের যে ধারণা, তা একটি মিথ। যখন আপনি সিদ্ধান্ত নেবেন, তখনই বিয়ে করবেন। আমি ৩৫ বছর বয়সে বিয়ে করেছি। ৭ বছরের বিবাহিত জীবন।

আমি যদি আগে বা ৪০-এর পরে বিয়ে করতাম, তবে আমার জীবনে এমন কী পরিবর্তন হত? বিয়ের পর দায়িত্ব বাড়ে। তার জন্য় যথেষ্ট এফর্ট দিতে হয়। তাই বিয়ের কোনও সঠিক বয়স হয় না। আপনি যতই আগে বিয়ে করুন না কেন, যদি সঠিক এফর্ট না দিতে পারেন, তবে সেই সম্পর্ক কখনও থাকবে না।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে