রবিবার, ২৯ মে, ২০২২, ০২:৫৭:৫২

এই গাছের সংস্পর্শে আসলে মারণ রোগে আক্রান্ত হতে পারেন আপনি!

এই গাছের সংস্পর্শে আসলে মারণ রোগে আক্রান্ত হতে পারেন আপনি!

এক্সক্লুসিভ ডেস্ক: আপনার বাড়ির পাশেই থাকতে পারে এই গাছ! যা অজান্তেই করছে ক্ষতি! জানুন কি করবেন! বাড়ির আশে পাশে বিশেষ করে কৃষি জমির পাশে এই গাছ দেখতে পাওয়া যায়।

জঙ্গলের মধ্যে বেশি থাকে। বা জলা জায়গাতেও হয়। সাদা ছোট ছোট ফুল দেখতে কিন্তু দারুণ। তবে জানেন কি এই গাছের সংস্পর্শে আসলে মারণ রোগে আক্রান্ত হতে পারেন আপনি।

গাছটির নাম পার্থেনিয়াম। চিকিৎসক ও পরিবেশবিদদের মতে এই পার্থেনিয়াম গাছ খুবই বিষাক্ত। বিশেষ করে যখন ফুল ফোটে তখন পার্থেনিয়াম গাছ মানুষ ও গবাদি পশুর জন্য হয়ে ওঠে মারাত্মক ক্ষতিকর। এমনকি কৃষিজমিতে যদি পার্থেনিয়াম গাছ বেড়ে ওঠে তবে সেই জমিতে ফসলের গুণগতমান ও পরিমাণ কমতে থাকে।

চিকিৎসকরা জানিয়েছেন, পার্থেনিয়াম মানুষের জন্য খুবই ক্ষতিকর। এই ফুলের রেনু বাতাসে ছড়িয়ে পড়ে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে ফুসফুসে পৌঁছাতে পারে। যা থেকে জন্ম নিতে পারে শ্বাসকষ্ট, চর্মরোগ ,এলার্জি , হাঁপানির মতো রোগ। 

তবে মানুষের ধারণা থাকে না পার্থেনিয়াম গাছ কতটা ক্ষতি করতে পারে শরীরের। তাই না বুঝেই অনেকে এই গাছে হাত দেন বা ফুল ছিঁড়ে নেন। যা ভয়ানক হতে পারে।

কৃষি বিভাগ থেকে জানা গেছে, বিষাক্ত এ আগাছাটি দ্রুত ছড়িয়ে পড়ছে এক জেলা থেকে আরেক জেলাতে। ফসলের ক্ষেতে একবার হয়ে গেলে তা নিধন করা খুব কঠিন হয়ে পড়ছে। 

কৃষি জমিতে যেকোন ফসল ফলাতে গেলে কৃষকরা এ বিষাক্ত আগাছাটির সম্মুক্ষীন হচ্ছে। যত নিধন করা হয় পুনারায় ফসলের চারা গজানোর সাথে পার্থেনিয়াম এর চারাও বেড়ে ওঠে। তাই পার্থেনিয়াম থেকে কৃষিজমি রক্ষা করতে হলে প্রয়োজন কিছু সচেতনতা ও কয়েকটি পদক্ষেপ। তা নাহলে ফসলের উন্নয়ন ব্যাহত হতে পারে।

চুয়াডাঙ্গা জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ- পরিচালক আলী হাসান জানান, পার্থেনিয়ামের বীজ খুবই ক্ষুদ্র তাই ছড়িয়ে পড়ছে বিভিন্নভাবে। গরুর গোবর, গাড়ির চাকায় , সেচের মাধ্যমে এবং জুতার তলার কাদার সঙ্গে লেপটে ছড়িয়ে পড়ছে বিভিন্ন জায়গায়। 

এ গাছ সাধারণত এক থেকে দেড় মিটার উচ্চতার হয়। গাছটির আয়ুষ্কাল মাত্র তিন-চার মাস। আয়ুষ্কালের মধ্যে তিনবার ফুল ও বীজ দেয় গাছটি। ফুল সাধারণত গোলাকার, সাদা, পিচ্ছিল হয়। এ গাছ তিন-চার মাসের মধ্যে ৪ হাজার থেকে ২৫ হাজার বীজের জন্ম দিতে সক্ষম।আগাছাটি অত্যন্ত ভয়ংকর ও মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক।

গবাদি পশু চরানোর সময় গায়ে লাগলে পশুর শরীর ফুলে যায়। এ ছাড়াও তীব্র জ্বর, বদহজমসহ নানা রোগে আক্রান্ত হয়। আর পশুর পেটে গেলে বিষক্রিয়া হতে পারে। 

শুধু পশুই নয়, আগাছাটি মানুষের হাতে পায়ে লাগলে চুলকে লাল হয়ে ফুলে যায়। পাশাপাশি ত্বক ক্যানসার সৃষ্টি করে। আক্রান্ত মানুষটির ঘনঘন জ্বর, অসহ্য মাথাব্যথা ও উচ্চ রক্তচাপে ভুগতে থাকে। এমনকি মারাও যেতে পারে।

এই গাছ শুধু মানুষের জন্যই নয়, গৃহপালিত প্রাণীদের পেটে একবার পৌঁছালে জ্বর ও বদহজম এর মতো সমস্যা দেখা দিতে পারে । তাই পার্থেনিয়াম দেখলেই অবিলম্বে গাছকে উপড়ে ফেলে তা পুড়িয়ে দিতে হবে।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে