মঙ্গলবার, ২৮ জুন, ২০২২, ০৪:৩২:০৫

ভারতের অর্থভান্ডার কাদের বাড়িতে? জেনে নিন ধনকুবেরদের সম্পর্কে

ভারতের অর্থভান্ডার কাদের বাড়িতে? জেনে নিন ধনকুবেরদের সম্পর্কে

এক্সক্লুসিভ ডেস্ক: ভারতীয় ধনকুবেরদের তালিকায় গৌতম আদানি থেকে শুরু করে মুকেশ আম্বানি সকলেই। ম'হামা'রির পরবর্তীকালে ভারতের আর্থিক পরিস্থিতি খারাপ হলেও, লাফিয়ে লাফিয়ে বেড়েছে এই শিল্পপতিদের সম্পত্তি। 

ফোর্বস ম্যাগাজিনের শ্রেষ্ঠ শিল্পপতিদের তালিকায় রয়েছে ভারতের শ্রেষ্ঠ ধনীতম দশ ভারতীয়। একনজরে সেই তালিকা দেখে নেওয়া যাক। ভারতের অর্থভান্ডার কাদের বাড়িতে? একনজরে জেনে নিন ধনকুবেরদের সম্পর্কে।

মুকেশ আম্বানি: রিলায়েন্স মালিক মুকেশ আম্বানি তালিকার শীর্ষে। গত দুই বছরে বিপুল লাভের মুখ দেখেছেন মুকেশ আম্বানি। বর্তমানে তিনি এশিয়ার ধনীতম এবং বিশ্বের দশম ধনীতম ব্যক্তি। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ৯০.৭ বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ৭ লাখ ১৫ হাজার কোটি টাকা।

গৌতম আদানি: গৌতম আদানি এবং তার পরিবার এই তালিকায় দ্বিতীয়। বর্তমানে আদানি, মুকেশ আম্বানির তুলনায় সামান্য পিছিয়ে পড়েছেন। বিশ্বের ধনীতমদের তালিকায় তিনি এগারো নম্বরে।

শিব নাদার: তালিকায় তৃতীয় নাম শিব নাদার। গত দুই বছরে তার সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেয়েছে ২২%। বর্তমানে তার সম্পত্তির পরিমাণ ২৮.৭ বিলিয়ন মার্কিন ডলার যা ভারতীয় মুদ্রায় ২ লাখ ২৬ হাজার কোটি টাকা।

সাইরাস পুনাওয়ালার: সেরাম ইন্সটিটিউটের কর্ণধার সাইরাস পুনাওয়ালার সম্পত্তি দ্বিগুণ হয়েছে গত দুই বছরে। তার সম্পত্তির পরিমাণ ২৪.৩ বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় ১ লাখ ৯১ হাজার কোটি টাকা। ভারতে ধনীতমদের মধ্যে বর্তমানে চার নম্বরে তিনি।

রাধাকিষান: ২০ বিলিয়ন মার্কিন ডলারের অধিপতি রাধাকিষান দামানি বিশ্বে ধনীতমদের তালিকায় ৮১ নম্বরে। তবে, ফোর্বসের তালিকা অনুযায়ী, ভারতের ধনীতমদের তালিকায় তিনি পাঁচ নম্বরে। ভারতীয় মুদ্রায় ১ লাখ ৫৭ হাজার কোটি টাকার মালিক।

লক্ষ্মী মিত্তল: বিশ্বের বৃহত্তম লৌহ ও ইস্পাত কেন্দ্রের অধিকর্তা লক্ষ্মী মিত্তলের মোট সম্পত্তির পরিমাণ ১৭.৯ বিলিয়ন৷ দেশের ধনীতমদের তালিকায় ছয় নম্বরে তিনি। বিশ্বের ধনীতমদের তালিকায় তার স্থান ৮৯ নম্বরে।

সাবিত্রী জিন্দাল: ওপি জিন্দাল গোষ্ঠীর ব্যাকবোন সাবিত্রী জিন্দালের মোট সম্পত্তির পরিমাণ ১৭.৭ বিলিয়ন মার্কিন ডলার৷ বিশ্বের ধনীতমদের নিরিখে তার স্থান ৯১ নম্বরে।

কুমার বিড়লা: আদিত্য বিড়লা গোষ্ঠীর চেয়ারম্যান কুমার বিড়লা সারা বিশ্বের ধনীতমদের তালিকায় ১০৯ নম্বরে। তার মোট সম্পত্তির পরিমাণ ১৬.৫ বিলিয়ন মার্কিন ডলার।

দিলীপ সাংভি: সান ফার্মাসিউটিক্যালসের মালিক দিলীপ সাংভির সম্পত্তির পরিমাণ ১৫.৬ মার্কিন ডলার। সারা বিশ্বের ধনীতমদের মধ্যে তার স্থান ১১৫ নম্বরে। সূত্র: এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে