রবিবার, ২৭ নভেম্বর, ২০২২, ১১:৩৭:০২

ঘরোয়া উপায়ে খুশকি দূর করার উপায়!

ঘরোয়া উপায়ে খুশকি দূর করার উপায়!

এক্সক্লুসিভ ডেস্ক : শীত এলেই বাড়ে খুশকির প্রকোপ। খুশকির কারণে মাথার ত্বকে চামড়ার পরত বা সাদা রঙের আইশ ওঠে। এতে ত্বক শুষ্ক হয়ে যায় ও চুলকায়। আমেরিকান অ্যাকাডেমি অব ডার্মাটোলজি অ্যাসোসিয়েশনের তথ্য মতে, খুশকি রোধী শ্যাম্পু ব্যবহার করে বেশ কার্যকর ফল পাওয়া সম্ভব। তবে পাশাপাশি ঘরোয়া কিছু উপায়ও অনুসরণ করতে পারেন।

ভেজা চুলের গোড়ায় টক দই লাগিয়ে অপেক্ষা করুন। ১৫ মিনিট পর সামান্য শ্যাম্পুর সাহায্যে চুল ধুয়ে ফেলুন। বেকিং সোডার সঙ্গে পরিমাণ মতো পানি মিশিয়ে পেস্ট বানিয়ে নিন। এই পেস্ট চুলের গোড়ায় লাগিয়ে রাখুন ৩ মিনিট। এরপর ধুয়ে ফেলুন পানি দিয়ে।

২ ভাগ পেঁয়াজের রস ও ১ ভাগ লেবুর রস একসঙ্গে মিশিয়ে চুলের গোড়ায় ম্যাসাজ করুন ধীরে ধীরে। ২০ মিনিট অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। মেথি গুঁড়া করে লেবুর রস দিয়ে ভিজিয়ে রাখুন ৩ ঘণ্টা। এরপর চুলের গোড়ায় লাগিয়ে কিছুক্ষণ অপেক্ষা করে ধুয়ে ফেলুন শ্যাম্পু দিয়ে। 

মুঠো ভর্তি নিম পাতা পানিতে ফুটিয়ে নিন। ঠান্ডা করে ছেঁকে চুল ধুয়ে ফেলুন। নারিকেলের তেল গরম করে লেবুর রস মিশিয়ে চুলের গোড়ায় ঘষে ঘষে লাগান। ১ ঘণ্টা পর ভেষজ শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। খুশকি দূর হবে।

লেবুর রস চুলের গোড়ায় সরাসরি লাগান। কয়েক মিনিট ম্যাসাজ করে শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন চুল। সমপরিমাণ মধু ও পেঁয়াজের রস একসঙ্গে মিশিয়ে মাথার ত্বকে ম্যাসাজ করুন। ২০ মিনিট পর ভেষজ শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে