সোমবার, ১৬ জানুয়ারী, ২০২৩, ০৩:৩০:১৪

সুস্বাদু ভর্তা বাঁধাকপি দিয়ে! জানুন এই রেসিপি

সুস্বাদু ভর্তা বাঁধাকপি দিয়ে! জানুন এই রেসিপি

এক্সক্লুসিভ ডেস্ক : গরম ভাতের সঙ্গে বিভিন্ন রকম ভর্তা হলে জমে বেশ। শীতকালীন সবজি বাঁধাকপি দিয়ে তৈরি করা যায় সুস্বাদু ভর্তা। এটি তৈরি করা যায় খুব অল্প সময়েই। আবার তৈরিতে উপকরণও খুব বেশি লাগে না। চলুন তবে ঝটপট জেনে নেওয়া যাক বাঁধাকপি ভর্তা তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে: বাঁধাকপি কুচি- ১ কাপ, যেকোনো মাছ- ২ টুকরা, পেঁয়াজ কুচি- ১ টেবিল চামচ, কাঁচা মরিচ- ৫-৬ টি, রসুন কুচি- ১ চা চামচ, শুকনো মরিচ ৩-৪ টি, সরিষার তেল- পরিমাণমতো।

যেভাবে তৈরি করবেন: বাঁধাকপি ধুয়ে কুচি করে ভাপিয়ে নিন। মাছের টুকরাগুলো ভেজে কাঁটা বেছে নিন। এরপর একটি প্যানে সামান্য তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ ও রসুন ভেজে নিন। এরপর তাতে যোগ করুন শুকনো মরিচ। ভাজা হলে নামিয়ে নিন। এবার ভাপানো বাঁধাকপি, কাঁটা বেছে রাখা ভাজা মাছ ও অন্যান্য উপকরণ একসঙ্গে মেখে নিন। এবার গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে