মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ১০:৪৩:৩৪

কথা বলার সময় মোবাইল কোন কানে ব্যবহার করা উচিত?

কথা বলার সময় মোবাইল কোন কানে ব্যবহার করা উচিত?

এক্সক্লুসিভ ডেস্ক : স্মার্টফোনে কথা বলা এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার। অনেকে আবার ব্যক্তিগত প্রয়োজনে কিংবা অফিসের কাজে দীর্ঘ সময় মোবাইলে কথা বলেন। এর একটি বিরূপ প্রভাব রয়েছে। দীর্ঘ সময় ফোন ব্যবহারে শ্রবণশক্তি কমে যেতে পারে, চোখের ক্ষতি হতে পারে বলেও বিভিন্ন গবেষণায় দাবি করা হয়েছে। কারণ, মোবাইল ব্যবহারের ফলে তা থেকে নির্গত রশ্মি বেশ ক্ষতিকর।

মোবাইলে কথা বলার সময় সাধারণত আমরা ডান কান বেশি ব্যবহার করে থাকি। তবে সুবিধামত বাম কানও ব্যবহার করা হয়। কিন্তু কথা বলার সময় কোন কান ব্যবহার করা কথা বলা উচিত, এই সম্পর্কে সঠিক ধারনা নেই। এজন্য বিভিন্ন গবেষণা চলে আসছে।

একটি গবেষণা বলছে, মোবাইলে ডান কানে কথা বললে তা সরাসরি মস্তিষ্কের উপর প্রভাব ফেলে। ফলে ছোটখাটো বিষয়ে বিরক্ত হতে পারেন। talking-mobile গবেষণা অনুযায়ী, ফোনে কথা বলার সময় নির্গত রশ্মি কানের ভেতর দিয়ে সরাসরি মস্তিষ্ককে প্রবাহিত হয়। তাই শুধু ডান কান নয়, বাম কানও ব্যবহার করা উচিত। কিন্তু কোন কান ব্যবহার করা উচিত তা স্পষ্ট করে বলতে পারেননি বিজ্ঞানীরা।

ফিনল্যান্ডের এক বিজ্ঞানী দাবি করেছেন, যখন মানুষের কোষ ফোনের সংস্পর্শে আসে তখন রক্ত-মস্তিষ্কের পর্দাকে ক্ষতি করে। এটি এমনই এক পর্দা যা আমাদের মস্তিষ্ককে সুরক্ষার প্রদান করে। এটি রক্ত থেকে বিপদজনক পদার্থকে মস্তিষ্কে প্রবেশ করতে বাধা দেয়। তাই ফোনে কথা বলার সময় কোন কান ব্যবহার করা উচিত তা এই গবেষণায় ব্যাখ্যা করা যায়নি।

আমেরিকান মেডিকেল অ্যাসোসিয়েশনের জার্নালে প্রকাশিত এক গবেষণায় বলা হয়েছে, প্রায় ৮০ শতাংশ মানুষ  মোবাইলে কথা বলার সময় ডান কান ব্যবহার করেন। কারণ, আমাদের মস্তিষ্কের বাম দিক বেশি সক্রিয়। ফোনে কথা বলার সময় এক কান থেকে অন্য কানে ফোন পরিবর্তন করা বেশ গুরুত্বপূর্ণ বিষয়। তাই এক্ষেত্রে সবসময় দুইটি কান ব্যবহার করা উচিত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে