বৃহস্পতিবার, ১৬ মার্চ, ২০২৩, ০২:৪৬:২৭

জানুন রসুনের তেলের ৭টি উপকার

জানুন রসুনের তেলের ৭টি উপকার

এক্সক্লুসিভ ডেস্ক : দৈনন্দিন জীবনে কত কিছুই না দরকার হয় আমাদের।  চীন ও ভারতে রক্ত পাতলা রাখার জন্য রসুনের প্রচলন ছিল৷ আধুনিক চিকিৎসা বিজ্ঞানের জনক হিপোক্রেটিস রসনুকে ব্যবহার করেছিলেন সারভাইকাল ক্যানসারের চিকিৎসায়৷ লুই পাস্তুর রসুনের অ্যান্টিফাংগাল ও অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণের খবর জানান৷ রসুন খেলে হার্ট অনেক বেশি সুস্থ থাকে ৷

১০০ গ্রাম রসুনে রয়েছে প্রায় ১৫০ ক্যালোরি, ৩৩ গ্রাম কার্বোহাইড্রেট, ৬.৩৬ গ্রাম প্রোটিন। এছাড়াও রসুন ভিটামিন বি১, বি২, বি৩, বি৬, ফোলেট, ভিটামিন সি, ক্যালসিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, পটাসিয়াম, সোডিয়াম এবং জিঙ্কও পাওয়া যায়।

রসুন কেবল রান্নার স্বাদই বাড়ায় না, রসুনের ঔষধি গুণের কারণে অনেক সমস্যাও দূর করার ক্ষমতা রয়েছে। রসুনের মতো রসুনের তেলও অনেক গুণের ভাণ্ডার। পুষ্টিবিদদের মতে, রসুনের তেলে অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিপ্যারাসাইটিক এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। জানুন এর ৭টি গুণ কি কি।

দাঁতের ব্যথা দমন করে : রসুনের মধ্যে অ্যালিসিন নামক যৌগ থাকে। তাই দাঁতের ব্যথা বা প্রদাহ কমাতে সাহায্য করে। আসলে এই তেল ব্যাকটেরিয়া সংক্রমণ কমায় এবং দাঁতের ক্ষয় রোধ করতে সাহায্য করে। এ জন্য রসুনের তেলে তুলো ভিজিয়ে ব্যথার জায়গায় রাখলে দাঁতের ব্যথা সেরে যায়।

কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে : কোলেস্টেরল হল মোম জাতীয় পদার্থ, যার মাত্রা বেড়ে গেলে রক্তনালীতে জমা হয়। এর জেরে রক্ত প্রবাহে বাধা তৈরি হয়। এবং ধীরে ধীরে হৃদরোগ, স্ট্রোক, হার্ট অ্যাটাক এবং স্নায়বিক রোগের ঝুঁকি বাড়ে। রসুনের সঙ্গে লেবুর রস খেলে এটি কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে। এতে হৃদরোগের ঝুঁকি কমে যায়। 

সুস্থ ও শক্ত করে চুলের গোড়া : রসুনে আছে যে কোনো ধরনের জীবাণুনাশ করার এবং চুল বাড়িয়ে তোলার মতো ক্ষমতা। এর তেল ব্যবহারে চুল হয় ঘন এবং দ্রুত বড় হয়। মাথার ত্বক ভালোভাবে আর্দ্র করতে সাহায্য করে রসুনের তেল। কারণ এতে আছে সেলেনিয়াম উপাদান, যা রক্তসঞ্চালনে সহায়তা করে। 

ত্বকের যত্নে চমৎকার উপকার : রসুনে অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে তাই তো ক্যান্ডিডা, ম্যালাসেজিয়া এবং ডার্মাটোফাইটের মতো চর্মরোগের চিকিৎসায় সাহায্য করে। এর জন্য সপ্তাহে মাত্র একবার ওই জায়গায় রসুন তেল ব্যবহার করুন।

ব্রণ নিয়ন্ত্রণ করে : সেলেনিয়াম, অ্যালিসিন, ভিটামিন-সি, ভিটামিন-বি৬, কপার, জিংক ইত্যাদি উপাদানে রসুনের তেল ভরপুর থাকে, যা ব্রণ নিয়ন্ত্রণে সহায়তা করে। এর প্রদাহরোধী উপাদান ত্বকের সংক্রমণ কমায়।

সর্দি-কাশিতে সস্তা চিকিৎসা : রসুন তেল ফ্লু প্রতিরোধ করতে পারে। সিজন চেঞ্জের সময় ঘরে ঘরে জ্বর-সর্দি-কাশিতে ভুগছেন অনেকেই। তাদের জন্য সেরা রসুন তেল। পুষ্টিবিদের মতে, রসুনে একটি সক্রিয় উপাদান অ্যালাইন রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করতে সহায়ক। গোসলের আগে ভালো করে তেল মালিশ করে স্নান করুন। চাইলে জলেও কয়েক ফোঁটা রসুন তেল ফেলে দিতে পারেন।

ক্যানসার প্রতিরোধ করে : ক্যানসারে আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। চিকিৎসা শাস্ত্র অনুযায়ী রসুনের তেল অ্যান্টিক্যানসার উপাদান স্তন ক্যানসারের কোষ প্রতিকারে সাহায্য করে । বিশেষত, ব্রেস্ট ক্যানসারে আক্রান্ত হচ্ছেন মহিলারা। এই রোগ কিন্তু বহু সমস্যার কারণ। তাই ব্রেস্ট ক্যানসার থেকে রক্ষা পেতে রসুন উপকারী।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে