রবিবার, ২১ মে, ২০২৩, ১১:৪৯:১৩

সহজ এই ৫ কৌশলেই বদলে ফেলুন স্ত্রীর আচরণ

সহজ এই ৫ কৌশলেই বদলে ফেলুন স্ত্রীর আচরণ

এক্সক্লুসিভ ডেস্ক : স্ত্রী সংসারের কোনও দায়িত্ব না নিলে আপনার জীবন বরবাদ হতে পারে। এমনকী এহেন কেয়ারলেস আচরণ দাম্পত্যকেও খাদের কিনারে দাঁড় করিয়ে দেয়। তাই সময় থাকতে সঙ্গীর বদভ্যাস বদলে ফেলুন।

বিবাহিত জীবনকে অনায়াসে দাড়িপাল্লার সঙ্গে তুলনা করা যায়। দুই পাল্লায় মোটামুটি সমান ওজন থাকলে ভারসাম্য বজায় থাকে। আর ওজনের অনেকটা কম বেশি হলে পাল্লা একদিকে হেলে পড়ে। তখন হাসিখুশি সম্পর্কেও জটিলতা তৈরি হয়। তাই দাম্পত্য জীবনে দুজনকেই সমান দায়িত্ব নিতে হবে। দায়িত্ব ভাগাভাগি করে নিতে পারলেই অনায়াসে হেসে খেলে জীবন কাটানো যায়।

তবে কিছু পুরুষের ভাগ্যে থাকে শনির দশা। তাই এমন মহিলার সঙ্গে তাঁদের বিয়ে হয় যায় যিনি কিনা সব ব্যাপারেই কেয়ারলেস। তাঁকে কোনও কাজ দিয়েই শান্তিতে থাকা যায় না। সব কাজেই তিনি এমন কিছু ভুল করে বসেন যা ঝামেলা কয়েকগুণ বাড়িয়ে দেয়।

বিশেষজ্ঞদের কথায়, এমন দায়িত্বজ্ঞানহীন মহিলার সঙ্গে জীবনযাপন করা কিন্তু অত্যন্ত কঠিন কাজ। এই পরিস্থিতিতে স্বামীকে এগিয়ে এসে সবদিক সামলাতে হয়। কিন্তু প্রশ্ন হল, কতদিন আর একা হাতে সব সামলাবেন? একটা না একটা সময় তো বিরক্তি আসা স্বাভাবিক। তাই সময় থাকতেই স্ত্রীর আচরণে বদল আনার চেষ্টা করুন। এক্ষেত্রে এই কয়েকটি সহজ টিপস মেনে চললেই এই জটিল সমস্যার সমাধান সম্ভব।

​১. দায়িত্ব এড়িয়ে যেতে দেবেন না​: তিনি কোনও কাজ ঠিকমতো করতে পারেন না। সেই ভয়ে আপনিও তাঁকে কোনও কাজ দিতে চান না। আর এই সুযোগেই তিনি দায়িত্ব থেকে পালিয়ে পালিয়ে বেশ আরামেই জীবন কাটাতে পারেন। তাই এখন থেকে আপনার এই অভ্যাসে বদল আনতে হবে। তিনি ভুল করলেও দায়িত্ব দিন। একদিন-দুইদিন ভুল করার পর তাঁর ভিতরও পরিবর্তন দেখতে পারবেন। তাই তাঁর কাঁধে দায়িত্ব চাপিয়ে দিন।

​২. বিশ্বাস রাখতে হবে মশাই​: আপনি তাঁর স্বামী। আর আপনিই যদি তাঁর উপর থেকে বিশ্বাস হারিয়ে ফেলেন, তবে চলবে কী করে! তাই নিজের মনকে শক্ত করে তাঁর উপর বিশ্বাস রাখতে হবে। দায়িত্ব দেওয়ার পর তাঁর পাশে থেকে মনোবল জোগান। কী ভাবে দায়িত্বটা সামলে নেওয়া যাবে এটার রোডম্যাপ বুঝিয়ে দিন। তারপর দেখবেন তিনিও খুব সহজেই নিজের দায়িত্ব পালন করতে পারছেন। এভাবেই সমস্যার সহজ সমাধান সম্ভব।

৩. পাশে থাকলেই খেলা ঘুরবে​: তিনি ভুল করলে তিরস্কার করবেন না। বরং তাঁর পাশে থাকুন। তাঁর কোথায় ভুল হচ্ছে, কী করলে সব কিছু সঠিকভাবে পরিচালনা করা যাবে ইত্যাদি বিষয়গুলি তাঁকে বোঝাতে হবে। এক্ষেত্রে আপনি কোনও দায়িত্ব দিয়ে তাঁকে মাঝ সমুদ্রে একা ছেড়ে দেবেন না। বরং তাঁর মাথার উপর বটবৃক্ষের মতো প্রথমটায় দাঁড়িয়ে থাকুন। তাঁকে রোদ-বৃষ্টি থেকে বাঁচান। কিছুদিন এভাবে চলতে পারলেই দেখবেন তাঁর মতিগতি পাল্টে গিয়েছে। নিপুণভাবে নিজের সব দায়িত্ব পালন করছেন তিনি।

​৪. অতিরিক্ত কাজের ভার নয়​: এখন প্রায় প্রতিটি মহিলাই স্বনির্ভর। তাঁরা অফিসে কাজ করার পাশাপাশি ঘরও সামলান। এই পরিস্থিতিতে তাঁর উপর আরও কোনও দায়িত্ব চাপালে তো তিনি ভেঙে পড়তেই পারেন। আর এটা কোনওভাবেই কাম্য নয়। তাই নতুন করে কোনও দায়িত্ব দেওয়ার আগে স্ত্রীর কাজের চাপের হিসেব করুন। তারপর সমীচীন ঠেকলে নতুন কোনও দায়িত্ব দিন। এতেই তিনি সবদিকে ভারসাম্য রাখতে পারবেন।

৫. সমস্যার কথা খোলাখুলি আলোচনা করুন​: স্ত্রীর এই ধরনের কেয়ারলেস আচরণের জন্য আপনাকে খুব ভুগতে হতে পারে। আপনার উপর পড়তে পারে পাহাড়সমান চাপ। এই পরিস্থিতিতে নিজেকে বাঁচানোর উদ্দেশ্য নিয়েই স্ত্রীর সঙ্গে কথা বলুন। তাঁকে বুঝিয়ে বলুন, তাঁর এই ধরনের আচরণ আপনার জীবনের যন্ত্রণার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই তাঁকে কেয়ারলেস আচরণ ছাড়তে হবে। এই ধরনের কথা তাঁকে মিষ্টি সুরেই বুঝিয়ে বলতে হবে। এতেই দেখবেন লাভ মিলছে। অচিরেই তিনি নিজের অচরণে বদল আনবেন আশা করি। তারপর আপনাদের সুখী সংসার এগিয়ে যাবে তরতরিয়ে।-এই সময়

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে