সোমবার, ৩০ এপ্রিল, ২০১৮, ০৯:৩০:৫৩

গভীর রাতে গাছের নিচে নবজাতকের কান্না! তারপর...

গভীর রাতে গাছের নিচে নবজাতকের কান্না! তারপর...

ফেনী থেকে: ফেনীর সুলতানপুরে সদর হাসপাতাল সংলগ্ন নারকেল গাছের নিচ থেকে একটি নবজাতক উদ্ধার করা হয়েছে। রোববার (২৯ এপ্রিল) মধ্যরাতে হাসপাতালের পশ্চিমে রেল লাইনের পাশে থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে। পরে নবজাতকটিকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়দের ধারণা, অবৈধ সম্পর্কের কারণে জন্ম হওয়ায় শিশুকে রাস্তায় ফেলে রেখে গেছেন কোনো এক মা। রাতে ওই পথ দিয়ে যাওয়ার সময় জনৈক ব্যক্তি বাচ্চাটির কান্নার আওয়াজ পান। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করা হয়।

ইউ ক্যান চেইঞ্জ ইউথ সোসাইটির সদস্য মঞ্জিলা মিমি জানান, হাসপাতালে অজ্ঞাত নবজাতক ভর্তির খবর পেয়ে তারা এসে তার দেখভাল করছেন। ইতোমধ্যে শিশুটির নাম দেয়া হয়েছে ‘রুবাইদা হাসনা’। মঞ্জিলা মিমি তার ফেসবুকেও এ নিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন।

তিনি লিখেছেন, ‘আবারও মা হলাম। মেয়ের নাম দিলাম রুবাইদা হাসনা। সেই সব মাদের বলছি- তোমাদের সন্তানদের কোথাও অবহেলায় ফেলে যেও না। মানব সৃষ্টি আল্লাহর। তার নিয়তিও আল্লাহর হাতে।’

এদিকে, সুলতানপুর এলাকা থেকে কুড়িয়ে পাওয়া নবজাতকের দায়িত্ব নিয়েছেন ফেনীর যুবলীগ নেতা জিয়াউল আলম মিস্টার। খবর পেয়ে রোববার রাতেই ফেনী সদর হাসপাতালে বাচ্চাটিকে দেখতে গিয়ে তিনি এ ঘোষণা দেন।

ফেনীর সিভিল সার্জন ডা. হাসান শাহরিয়ার কবির জানান, নবজাতক কন্যাশিশুটিকে হাসপাতালের নিবীড় পরিচর্যায় রাখা হয়েছে। শারীরিক অবস্থা মোটামুটি ভাল।
এমটি নিউজ/এপি/ডিসি

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে