রবিবার, ১২ মে, ২০১৯, ০৬:৪৫:১০

নুসরাত হত্যাকাণ্ড : ফেনীর এসপি প্রত্যাহার

নুসরাত হত্যাকাণ্ড : ফেনীর এসপি প্রত্যাহার

ফেনী থেকে : মাদ্রাসা শিক্ষার্থী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনায় দায়িত্বে অবহেলার কারণে ফেনীর জেলার পুলিশ সুপার (এসপি) এস এম জাহাঙ্গীর আলম সরকারকে প্রত্যাহার করা হয়েছে।  

আজ রোববার পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদশক সোহেল রানা (মিডিয়া) মানবজমিনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ফেনীর এসপিকে প্রত্যাহারের পর পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়েছে।

এর আগে শুক্রবার দায়িত্ব পালনে গাফিলতি করায় সোনাগাজী মডেল থানার ওসি মোয়াজ্জেম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়। তার একদিন পর দুই উপপরিদর্শককেও(এসআই) সাময়িক বরখাস্ত করা হয়। এসআই মো. ইউসুফকে খুলনা রেঞ্জের ডিআইজি কার্যালয় ও এসআই মো. ইকবাল আহাম্মদকে খাগড়াছড়ি পার্বত্য জেলায় সংযুক্ত করা হয়েছে। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে