সোমবার, ২৪ জুন, ২০১৯, ০৯:৩৩:০৪

বাংলাদেশ এমন পর্যায়ে চলে গেছে দেখে অবাক বিশ্ব : আইজিপি

বাংলাদেশ এমন পর্যায়ে চলে গেছে দেখে অবাক বিশ্ব : আইজিপি

ফরিদপুর থেকে: পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, এদেশ আমার-আপনার এবং সবার। আমাদের জন্য স্বাধীন সার্বভৌম এদেশ এনে দিয়েছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার জীবনে একমাত্র লক্ষ্য ছিল এদেশকে সোনার বাংলায় পরিণত করা। জীবনের প্রতিটি মুহূর্তে এদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে গেছেন বঙ্গবন্ধু।

তিনি বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাবার স্বপ্ন বাস্তবায়নে বাংলাদেশকে ক্ষুধা দারিদ্র্যমুক্ত উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্ব আজ বাংলাদেশকে এমন পর্যায়ে নিয়ে গেছে, দেখে সমগ্র বিশ্ব অবাক হয়ে তাকিয়ে আছে।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে সরকার। যে কোন মূল্যে দেশ থেকে মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদ নিপাত করা হবে। যারা এখনো খারাপ পথে রয়েছে তারা সাবধান হয়ে যান। এখনও সময় আছে ভালো হবার। ভালো হলে সুযোগ দেয়া হবে। নইলে পরিনাম হবে ভয়াবহ। মাদকের সাথে পুলিশ প্রশাসনের কেউ জড়িত থাকলে তাকেও ছাড় দেয়া হবে না।

সোমবার বেলা ১১টায় ফরিদপুর পুলিশ লাইনস ময়দানে কমিউনিটি পুলিশের উদ্যোগে সন্ত্রাস, মদাক ও জঙ্গিবাদ বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ফরিদপুরের পুলিশ সুপার জাকির হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন ঢাকা রেঞ্জেরে ডিআইজি হাবিবুর রহমান, জেলা প্রশাসক অতুল সরকার, জেলা পরিষদের চেয়ারম্যান লোকমান হোসেন মৃধা, জেলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি অধ্যাপক মোঃ শাহজাহান প্রমুখ।

এর আগে আইজিপি নারী পুলিশ সদস্যদের জন্য ব্যারাক, পুলিশ ফাঁড়িসহ ৬টি উন্নয়ন কাজের ভিক্তিপ্রস্থর স্থাপন ও উদ্বোধন করেন। পরে তিনি মাদক বিরোধী র‌্যালির উদ্বোধন করেন। অনুষ্ঠানে মাদক ব্যবসা ছেড়ে আলোর পথে আসা শতাধিক ব্যক্তির মাঝে রিকশা ভ্যান, সেলাই মেশিন বিতরণ করেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে