রবিবার, ১৩ জুন, ২০২১, ০৬:১৮:১০

আল্লাহর নাম শোভা পাচ্ছে ফরিদপুরের গাছে গাছে

আল্লাহর নাম শোভা পাচ্ছে ফরিদপুরের গাছে গাছে

আলহামদুলিল্লাহ্, ফরিদপুর শহরের বিভিন্ন গাছে গাছে শোভা পাচ্ছে আল্লাহর গুণবাচক নাম। এতে বিমোহিত হচ্ছে মানুষ। সাথে জানতে পাচ্ছে আল্লাহর গুণবাচক নামের অর্থও।

জেলা শহরের কমলাপুর সড়ক। ব্যস্ততম এ রাস্তার দুই পাঁশজুড়ে দাঁড়িয়ে আছে সারি সারি গাছ। সবুজের সমারোহে ভরা এই সড়কে চলার পথের সড়কের দুই পাঁশের গাছে গাছে শোভা পাচ্ছে আল্লাহতায়ালার নাম সম্বলিত প্লাকার্ড। প্রায় দুই কিলোমিটার পর্যন্ত অন্তত সহস্রাধিক গাছে মহান সৃষ্টিকর্তার গুণবাচক নাম সম্বলিত প্লাকার্ড সাঁটানো রয়েছে। এরকম ফরিদপুর শহরের বিভিন্ন সড়কে আল্লাহর গুণবাচক নাম চোখে পড়ে।

ছোট নীল প্লাকার্ডে হলুদ কালিতে লেখা ‘আল্লাহর নাম’ সম্বলিত ছোট ছোট পোস্টার চোখে পড়বে সড়গুলোতে। গাছে পেরেক ঠুঁকে সাঁটানো রয়েছে- আস-সালাম, আল-ওয়াসি, আল-ওয়ারিস,আল-গফ্ফার,আল-হাকীম, আল-মুছউইর, আল-লাতীফ,আল-বাত্বিন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ও ফিআমানিল্লাহসহ আল্লাহতায়ালার গুণবাচক একাধিক নাম। যা খুব সহজেই পাথচারীর নজর কাড়ে। এছাড়া আকর্ষণ বাড়িয়েছে পথচারীদেরও। আর ধর্মপ্রাণ মানুষজন খুশি এমন মহৎ ও ব্যতিক্রমি উদ্যোগের।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে