মঙ্গলবার, ১৪ ডিসেম্বর, ২০২১, ০৭:১৪:৫২

ওয়াজ মাহফিলে বাধা দেওয়ায় ফরিদপুরে থানায় হামলা

ওয়াজ মাহফিলে বাধা দেওয়ায় ফরিদপুরে থানায় হামলা

ফরিদপুর থেকে : ফরিদপুরে ওয়াজ মাহফিলে বাধা দেওয়ার অভিযোগে থানায় হামলার ঘটনায় দুইটি মামলা করা হয়েছে। এতে অন্তত আড়াইশো ব্যক্তিকে আসামি করা হয়েছে। ফরিদপুর কোতোয়ালি থানার পরিদর্শক (অপারেশন) আবদুল গফফার এতথ্য নিশ্চিত করেছেন।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন শাহ ও করিমপুরের এক ভবন মালিক নান্নু শেখ বাদী হয়ে সোমবার (১৩ ডিসেম্বর) দিনগত রাত ও মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে পৃথক মামলা দুটি করেন। কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল বলেন, দুই মামলায় মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যা পর্যন্ত কোনো আসামিকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

থানার পরিদর্শক আবদুল গফফার বলেন, ভিডিও ফুটেজ দেখে আটজন এবং অজ্ঞাতনামা আরও ২০০ থেকে ২৫০ জনকে আসামি করা হয়েছে। মামলায় কর্তব্যরত পুলিশের ওপর হামলা, থানা ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।

করিমপুর হাইওয়ে পুলিশ ভবনটি যে বাড়িতে অবস্থিত সেই বাড়ির মালিক নান্নু শেখ বাদী হয়ে আরেকটি মামলা করেছেন। হামলার কারণে তার ব্যক্তিগত একটি মাইক্রোবাস ও ভাড়ায়চালিত একটি অ্যাম্বুলেন্স ভাঙচুর করা হয় বলে তিনি মামলায় অভিযোগ করেছেন।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে