বৃহস্পতিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০১৯, ০১:০০:৫১

বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার

 বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু শুক্রবার

গাজীপুর: টঙ্গীর তুরাগ নদীর তীরে আগামীকাল শুক্রবার (১৫ ফেব্রুয়ারি) ফজরের নামাজ শেষে আম বয়ানের মধ্য দিয়ে শুরু হতে যাচ্ছে তাবলিগ জামাতের ৫৪তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। প্রথম পর্বের বিশ্ব ইজতেমা ১৬ ফেব্রুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে।

ইতোমধ্যে এই মহাসম্মেলনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, ব্যাব, গোয়েন্দাসহ আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্যরা নিয়োজিত রয়েছেন। নজরদারির জন্য ইজতেমা মাঠে পাঁচটি নিয়ন্ত্রণ কক্ষও স্থাপন করা হয়েছে।

এছাড়াও বিশ্ব ইজতেমা চলাকালে মুসল্লিদের জন্য নিরবচ্ছিন্ন পানি ও বিদ্যুৎ সরবরাহ করতে বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় মুসল্লিদের জন্য চিকিত্সাসেবা নিশ্চিত করা হয়েছে। স্থাপন করা হয়েছে বিশেষ মেডিকেল টিম।

প্রসঙ্গত, ১৯৬৭ সাল থেকে প্রতি বছর এই সমাবেশ নিয়মিত আয়োজন করছে তাবলিগ জামাত। ২০১১ সাল থেকে স্থান ও পরিবহন সমস্যা সমাধানে দুই পর্বে এই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে।

দ্বিতীয় পর্বের ইজতেমা এই একই স্থানে ১৭ ফেব্রুয়ারি শুরু হয়ে চলবে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে