রবিবার, ২৪ মার্চ, ২০১৯, ১২:১৯:৪৫

কাপাসিয়ায় সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবার আহ্বান জানালেন পুলিশ সুপার শামসুন্নাহার

কাপাসিয়ায় সাধারণ ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবার  আহ্বান জানালেন পুলিশ সুপার শামসুন্নাহার

এফ এম কামাল হোসেন, কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে গাজীপুরের কাপাসিয়ায় ২৪ মার্চ, রোববার অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ ভোটারদের নির্ভয়ে কেন্দ্রে উপস্থিত হয়ে ভোটাধিকার প্রয়োগের আহবান জানিয়েছেন গাজীপুরের পুলিশ সুপার শামসুন্নাহার। পুলিশ প্রশাসন নিরপেক্ষ ও নির্বাচন শতভাগ সুষ্ঠুভাবে সম্পন্ন করার দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। 

শনিবার সন্ধ্যায় আকস্মিক ভাবে কাপাসিয়া সফরে এসে বাজারের প্রধান সড়কে  জনসাধারণের উদ্দেশ্যে তিনি এ কথা গুলো বলেন। পুলিশ প্রশাসনের কোন সদস্য ও ভোট গ্রহন কর্মকর্তারা যদি কোন প্রকার অনিয়ম করেন তা বরদাস্ত করা হবেনা এবং সাথে সাথে ব্যবস্থা নেয়া হবে। 

যে কোন দলের লোক বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তা কঠোর হাতে দমন করা হবে বলে তিনি হুশিয়ার করেন। ভোটের দিন সাধারণ মানুষের জানমালের নিরপত্তা দেবে পুলিশ। কোথাও কোন সমস্যা হলে তাৎক্ষনিক স্থানীয় পুলিশকে জানাবেন। 

এছাড়া তিনি কাপাসিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে ভোট গ্রহন কর্মকর্তাদের অভয় দেন। আপনারা নির্ভয়ে কাজ করবেন। আপনারাও কোন অনিয়ম করবেন না এবং কাউকে অনিয়মের কোন সুযোগ দিবেন না। পুলিশ সুপারের সাথে এ সময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার পংকজ দত্ত, অতিরিক্ত পুলিশ সুপার গোলাম সবুর, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ  (ওসি) মোহাম্মদ আবুবকর সিদ্দিক।

উল্লেখ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকে জেলা আওয়ামী লীগের সহ- সভাপতি এডভোকেট আমানত হোসেন খান এবং বিদ্রোহী আনারস প্রতীকে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আনিছুর রহমান আরিফ প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মাঝেই মূল প্রতিদ্বন্ধিতা হবে বলে সাধারণ ভোটারদের ধারনা। 

Follow করুন এমটিনিউজ২৪ গুগল নিউজ, টুইটার , ফেসবুক এবং সাবস্ক্রাইব করুন এমটিনিউজ২৪ ইউটিউব চ্যানেলে